- কবিরুল ইসলাম কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ৫নং হরিপুর সদর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীক চেয়াম্যান প্রার্থী গোলাম মোস্তফা।
দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে উপজেলার ৫নং হরিপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা মার্কা প্রতীক গোলাম মোস্তফা ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫নং হরিপুর সদর ইউনিয়নের মাশাঁনগাঁ ও তোররা এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পদাক এ্যাড. মোজাফ্ফর আহমেদ মানিক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনাব্বর হোসেন ও দলীয় চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফাসহ স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা করতে দেখা গেছে। তারা ভোটারদের সাথে কুশল বিনিময় করে ভোট চাইছেন।
৫নং হরিপুর সদর ইউনিয়নের বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে দলীয় প্রার্থী গোলাম মোস্তফাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। তারা আরো বলেন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা গোলাম মোস্তফাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করতে চাই। ইনশাআল্লাহ তিনি দলমত নির্বিশেষে সবার ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হবে।
দলীয় চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা বলেন আমাকে যদি এই ইউনিয়নের জনগন তাদের ভোট দিয়ে জয় যুক্ত করেন তাহলে এই ইউনিয়নের উন্নয়ন ঘটাবো, রাস্তা-ঘাট,ব্রীজ-কালর্ভাট,ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান এর উন্নয়নে কাজ করবো।