হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় আন্ত-জেলা মটরসাইকেল চোর আব্দুর রাজ্জাককে আটক করেছে জনতা স্থানীয় জনতা। পরে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আন্ত-জেলা মটরসাইকেল চোর আব্দুর রাজ্জাককে আটক করে থানায় নিয়ে আসে।
বুধবার রাতে আব্দুল আউয়াল নামে এক ব্যক্তি বাদী হয়ে হরিপুর থানায় একটি মামলা দায়ের করেন ৷ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে আন্ত-জেলা মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাককে কোর্টে সোর্পদ করেন।
পুলিশ ও মামলার বাদী সূত্রে জানা যায়, বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা চৌরঙ্গী বাজার সংলগ্ন দারুল কুরআন ওয়াস সুন্নাহ ও এতিমখানা’র সৌজন্যে ইসলামিক ওয়াজ মাহফিল চলাকালিন সময়ে আন্ত-জেলা মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাককে আটক করে স্থানীয় জনতা। পরে হরিপুর থানা পুলিশের এসআই আবু ঈশা ও এস আই রাকিবুল ইসলাম রাকিব কাছে সোর্পদ করে ৷
আন্ত-জেলা মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাক (৩৮) ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। এজাহার সুত্রে জানা যায়, ।খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজ্জাক কে আটক করে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, আব্দুর রাজ্জাকের নামে হরিপুর থানাসহ বিভিন্ন থানায় ৩৫ টির বেশি মামলা রয়েছে এবং আটককৃত আন্ত-জেলা মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাককে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।