Saturday , 5 October 2024 [bangla_day] , [english_date], [bangla_date]
Home / জাতীয় / শপথ নিলেন হরিপুরের নবনির্বাচিত ৬ ইউপি চেয়ারম্যান

শপথ নিলেন হরিপুরের নবনির্বাচিত ৬ ইউপি চেয়ারম্যান

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

গত ১১ নভেম্বর ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ  অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান নবনির্বাচিত ৬জন চেয়ারম্যানকে এই শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার মোঃ সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন ও ৬ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।

শপথ বাক্য পাঠ শেষে জেলা প্রশাসক সকল চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান বলেন, নব নির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে। এছাড়াও চেয়ারম্যানদের করনীয় বিভিন্ন কাজ সম্পর্কে তাদের অবগত করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক।

উল্লেখ, হরিপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়।

About todaynews24

Check Also

ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচন স্থগিত

হাইকোর্টের আদেশে জাতীয় সংসদের ঝিনাইদহ-১ শূন্য আসনের উপ-নির্বাচন স্থগিত করা হয়েছে । সোমবার (৬ মে) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *