Monday , 10 February 2025 [bangla_day] , [english_date], [bangla_date]
Home / খেলাধুলা / ইংল্যান্ড ফুটবল ম্যাচ বয়কট করলো রাশিয়ার সঙ্গে

ইংল্যান্ড ফুটবল ম্যাচ বয়কট করলো রাশিয়ার সঙ্গে

ইউক্রেনের প্রতি সহমর্মিতার অংশ হিসেবে অদূর ভবিষ্যতে রাশিয়ার বিপক্ষে কোনো ধরনের আন্তর্জাতিক ফুটবল ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। রবিবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ইংল্যান্ড ফুটবল ফেডারেশন।

বিবৃতিতে ইংল্যান্ড ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফএ বলেছে, ‘ইউক্রেনের প্রতি সংহতি জানাচ্ছি। একই সঙ্গে রাশিয়ার নেতৃত্বে চলমান নৃশংসতার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। এফএ নিশ্চিত করছে যে, আমরা অদূর ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে কোনো ধরনের আন্তর্জাতিক সূচিতে খেলবো না। যে কোনো পর্যায়ের ফুটবলে এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।’

এর আগে পোল্যান্ড, সুইডেন ও চেক রিপাবলিকও একই সিদ্ধান্ত নিয়েছে।

About todaynews24

Check Also

বরিশালের হয়ে বিপিএল মাতাবেন শাহীন আফ্রিদি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা ধরে রাখতে মাঠে নামবে ফরচুন বরিশাল। আগামী ৩০ ডিসেম্বর শুরু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *