Friday , 29 March 2024 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / জাতীয় / বোরহানউদ্দিন উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন ও হলরুমের নির্মাণ কাজের উদ্বোধন

বোরহানউদ্দিন উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন ও হলরুমের নির্মাণ কাজের উদ্বোধন

মনিরুজ্জামান, ভোলা প্রতিনিধিঃ

ভোলা -২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বোরহানউদ্দিন উপজেলা পরিষদের নতুন সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের নির্মাণ কাজ উদ্বোধন করেন। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ওই কাজ সহ ২৬ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ৯ শত টাকা ব্যয়ে ১০ টি প্রকল্পের আওতায় ৩ কাজের উদ্বোধন ও ৭ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) শোয়াইব আহমাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলী আজম মুকুল বলেন, বর্তমান সরকার দেশ ও জাতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে একটি মহলের গাত্রদাহ শুরু হয়েছে। তাই তারা নানা ষড়যন্ত্র শুরু করেছে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান।

তিনি আসন্ন ইউপি নির্বাচনে দেশ নেত্রী শেখ হাসিনার উপহার নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।প্রায় ২৭ কোটি টাকা ব্যয় গৃহীত প্রকল্প গুলি হলো বোরহানউদ্দিন উপজেলা পরিষদের নতুন সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ, উপজেলা পরিষদের অভ্যন্তরীণ সড়ক নির্মাণ, পরিষদের নতুন গেজেটেড টুইন কোয়ার্টার নির্মাণ, নিবার্হী অফিসারের বাস ভবন নির্মাণ, কাচিয়া ইউনিয়ন এর কুঞ্জের হাট বাজার নির্মাণ, আলিমুদ্দিন বাজার নির্মাণ,২৫৫০ মিটার চেইনেজে ১৩ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ, বোরহানগঞ্জ- সিকদার হাট- মনিরাম- মির্জাকালু বাজার সড়কে ৩৫০ মিটার চেইনেজে ১৮ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ, সিকদার হাট- মনিরাম – মির্জাকালু বাজার সড়কে ৯৫০০ মিটার চেইনেজে ২২ মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ, মুন্সির হাট- শিবপুর – খাসের হাট জিসি সড়কে ১৩০০ মিটার চেইনেজে ৩০ মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ, বাংলা বাজার সড়কে ১৩০০ মিটার চেইনেজে ৩৬ মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী ইব্রাহীম খলিল,উপজেলা আ’ লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার,প্রমুখ।

About todaynews24

Check Also

ফেসবুকে পেঁচা বিক্রির পোস্ট দেখে ক্রেতা সেজে পেঁচাটিকে উদ্ধার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেঁচা বিক্রির পোস্ট দেখে ক্রেতা সেজে পেঁচাটিকে উদ্ধার করেছে মৌলভীবাজার বন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *