হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
হরিপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে এবং বায়ার ফর বাংলাদেশ এর সৌজন্যে প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ৯১৬৫ জাতের ভূট্টার বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্ত্বরে উপজেলার ৬টি ইউনিয়নের ১ হাজার ২৫০ জন প্রান্তিক কৃষককের মাঝে ২কেজি করে বিনামূল্যে ভূট্টার বীজ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা , বায়ার ক্রপ সায়েন্স লিঃ এর সিনিয়র টেরিটর অফিসার গোলাম মোস্তফা (পীরগঞ্জ-ঠাকুরগাঁও) ও বায়ার ক্রপ সায়েন্স লিঃ এর এফ.ডি.ও.সীড জামাল উদ্দীনসহ উপজেলার ৬টি ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ।
উল্লেখ্য গত ২০ ডিসেম্বর রানীশংকৈল উপজেলার ৮টি ইউনিয়নে বায়ার ফর বাংলাদেশ এর সৌজন্যে ২ হাজার ৫০০ জন প্রান্তিক কৃষককের মাঝে উচ্চ ফলনশীল ৯১৬৫ জাতের ভূট্টার বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।