Saturday , 5 October 2024 [bangla_day] , [english_date], [bangla_date]
Home / জাতীয় / হরিপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ প্রদান

হরিপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ প্রদান

কবিরুল ইসলাম কবির, হরিপুর, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নরে যাদুরাণী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে যাদুরাণী বাজার বণিক সমিতির পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) রাত্রী ৯ টার সময় যাদুরাণী বাজার বণিক সমিতির সভাপতি সেকেন্দার আলী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ মোহাম্মদ আলীকে ৩০ হাজার, নুর হোসেনকে ৫ হাজার ও নিজামউদ্দীনের দোকানের কর্মচারী মিঠুকে ২ হাজার, ফয়জুল্লাহকে ২ হাজার এবং রহমত আলীকে ২ হাজার টাক নগদ অর্থ প্রদান করেন ৷

এসময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম পুষ্প এবং উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, বণিক সমিতির সদস্য  ও আমগাঁও ইউনিয়নের তিনবারের সফল সাবেক চেয়ারম্যান ইসমাঈল হোসেন, যাদুরাণী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী যুবলীগের সহ- সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সরকার, আমগাঁও ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলামসহ অনেকে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ নিজাম উদ্দিন ও আজহার আলী জন্য বণিক সমিতির বরাদ্দকৃত ২০ হাজার টাকা গ্রহণ না করে৷ বণিক সমিতির উন্নয়ন মুলক কাজের জন্য বণিক সমিতির ফান্ডে জমা রেখে দিতে বলেন ৷ পরে কেউ কোন ভাবে ক্ষতিগ্রস্ত হলে সেই জমাকৃত টাকা দিয়ে যাতে সহযোগিতা করা যায় ৷

উল্লেখ্য, শুক্রবার ( ৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার সময় হরিপুর উপজেলার যাদুরাণী বাজারে অগ্রিকাণ্ডের ঘটনা ঘটে। হরিপুর ও রাণীশংকৈল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে পাঁচটি দোকানের অনেক টাকার মালামাল আগুনে পুড়ে দোকানদারগণ ক্ষতিগ্রস্থ হয় ৷

About todaynews24

Check Also

ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচন স্থগিত

হাইকোর্টের আদেশে জাতীয় সংসদের ঝিনাইদহ-১ শূন্য আসনের উপ-নির্বাচন স্থগিত করা হয়েছে । সোমবার (৬ মে) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *