Sunday , 3 December 2023 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / বিনোদন / স্বামী ও নানার সঙ্গে কক্সবাজারে পরীমণির ঈদ!

স্বামী ও নানার সঙ্গে কক্সবাজারে পরীমণির ঈদ!

চিত্রনায়িকা পরীমণি। এবারের ঈদটা তার জন্য বেশ স্পেশাল। রাজের সঙ্গে সংসার শুরু পর প্রথম ঈদ। নিজের ভেতরে আরেক অস্তিত্ব আসার সুখবরের পর প্রথম ঈদ। তাই ঈদ স্পেশালভাবেই উদযাপন করতে চাইলেন পরীমণি। সেই চাওয়া থেকেই উড়ে গেলেন সমুদ্রপাড়ে। এবারের ঈদ পরীমণি ও রাজ বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারে করবেন।

এ লক্ষ্যেই ঈদের আগের দিন সকাল ঢাকা ছেড়েছেন রাজ ও পরী মণি। কালো পোশাকে অন্তর্জালে বিমানে চড়ার ছবি আপলোড করে সেই খবর জানিয়ে দিয়েছেন নায়ক-নায়িকা।

pছবি: সংগৃহীত

জানা গেছে, এ যুগলের ঈদ-গন্তব্য সমুদ্র শহর কক্সবাজার; সাগরপাড়ে ঈদের ছুটি কাটিয়ে আবার ঢাকায় ফিরবেন। তাদের এই ঈদযাত্রায় সঙ্গী হয়েছেন পরী মণির নানা শামসুল হকসহ পরিবারের আরও এক সদস্য।

পরীমণি ও রাজ জুটি বেঁধে কাজ করেছেন ‘গুণিন’ সিনেমায়। এতে কাজ করতে গিয়েই একে-অপরের প্রেমে পড়েন ও বিয়ে করেন। বর্তমানে পরী অন্তঃসত্ত্বা। গত ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়া ও বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন নায়িকা।

raj-pori

About todaynews24

Check Also

সপ্তাহে এক দিন করে দেখা করি ২ প্রাক্তন স্ত্রীর সঙ্গে : আমির খান

লগান’-এর সেটে আলাপ। প্রাণোচ্ছ্বল, কাজপাগল তারকাদম্পতি দীর্ঘ ১৫ বছর একসঙ্গে ছিলেন। তার পর হঠাৎই আলাদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *