টানা ১২ দিন অবসর কাটিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন মিম। আর এসেই ভক্ত-শুভাকাঙ্ক্ষী দিলেন সুখবর। জানালেন, সম্প্রতি একটি জুয়েলারি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
মিম বাংলাদেশের সর্বাধিক কর্পোরেট প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার রেকর্ড করেছেন। এ সংখ্যাটা ক্রমশ বাড়ছে। জেসিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড নামে একটি জুয়েলারি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। সম্প্রতি প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে নতুন পথচলার সূচনা হয় তার।
এ সম্পর্কে মিম গণমাধ্যমকে বলেন, ‘আমাদের ওপর মানুষের বিশ্বাস অগাধ। তাই সবার বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে আমি ভালোমানের প্রতিষ্ঠানের সঙ্গে পথ চলার চেষ্টা করি। এটিও তেমনই একটা প্রতিষ্ঠান।’সম্প্রতি এই প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপনচিত্রের কাজও শেষ করেছেন মিম। নিয়মিত এই প্রতিষ্ঠানের নতুন নতুন বিজ্ঞাপন এবং প্রমোশনাল কাজেও অংশ নেবেন বলে জানিয়েছেন এই তারকা।
তবে এই মুহূর্তে নতুন সিনেমার কাজের খবর নিয়ে আপাতত মুখ খুলতে নারাজ তিনি। শিগগিরই অফিশিয়ালি নতুন কাজের ঘোষণা আসবে বলেও জানিয়েছেন মিম।