১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজার ৫৫০ জন প্রার্থীর সনদ প্রিন্টের কাজ চলছে। সনদ প্রিন্টের পর তা স্বাক্ষর করা হবে। এরপর জেলায় জেলায় প্রার্থীদের সনদ পাঠানো হবে। প্রার্থীরা নিজ নিজ জেলা শিক্ষা অফিস থেকে নিজ নিজ সনদ সংগ্রহ করবেন। এনটিআরসিএর কর্মকর্তাদের আশা দ্রুতই প্রার্থীদের সনদ বিতরণ শুরু হবে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) এনটিআরসিএর পরীক্ষা শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জাতীয় মেধাতালিকা অন্তর্ভুক্তির কাজ চলছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। তারা বলছেন, ইতোমধ্যে তারা উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকায় অন্তর্ভুক্ত করতে এনটিআরসিএ টেলিটককে চিঠি দিয়েছে। টেলিটক ‘শিগগিরই’ প্রার্থীদের জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্ত করবে।
এক কর্মকর্তা জানান, আমরা ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সনদ প্রিন্ট করার কাজ শুরু করেছি। প্রিন্ট করা সনদগুলো আমাদের কার্যালয়ে আসলে তা স্বাক্ষর করা হবে। এরপর স্বাক্ষরিত সনদগুলো জেলায় জেলায় পাঠানো হবে। প্রার্থীরা জেলা শিক্ষা অফিস থেকে সনদ সংগ্রহ করতে পারবেন। ১৬তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে জানতে চাইলে কর্মকর্তারা বলেন, এ বিষয়ে কাজ চলছে।
কর্মকর্তারা বলছেন, জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্ত করতে ইতোমধ্যে টেলিটককে নির্দেশনা দিয়েছি। টেলিটক এ বিষয়ে কাজ করছে। প্রার্থীদের জাতীয় মেধাতালিকায় তারা অন্তর্ভুক্ত করবে। এনটিআরসিএর পক্ষ থেকে আমরা প্রার্থীদের জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়ে টেলিটককে চিঠি পাঠানো হয়েছে। তবে, কবে নাগাদ প্রার্থীদের অন্তর্ভুক্ত করা হবে সে বিষয়ে সুস্পষ্টভাবে কিছু বলতে পারেন নি কর্মকর্তারা।
গত ১৭ অক্টোবর ১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৮ হাজার ৫৫০ জন প্রার্থীকে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্কুল পর্যায়ে ১৪ হাজার ৪৬ জন, কলেজ পর্যায়ে ৩ হাজার ৫০৮ জন এবং স্কুল পর্যায়-২ এ ৯৯৬ জন প্রার্থী রয়েছেন।