যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর হামলা করছে না কিন্তু এর পরিবর্তে রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষা করতে ইউক্রেনকে সাহায্য করছে‘। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বাইডেন আরও বলেন, পুতিন যেমন এই নৃশংস আক্রমণ শুরু বেছে নিয়েছেন, তেমনি তিনি এটি শেষ করতে সিদ্ধান্ত নিতে পারেন।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার আক্রমণকারী এবং বিশ্বকে অবশ্যই রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এছাড়া বাইডেন বলেন, ইউক্রেনে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আরও ফান্ডিং দরকার।
এদিকে মস্কো হুঁশিয়ারি দিয়েছে, রাশিয়ার অঞ্চলে পরবর্তীতে আর কোন হামলা হলে এর জবাব হবে কঠিন। রাশিয়া অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা রাশিয়াকে হামলার উসকানি দিয়ে ইউরোপের নিরাপত্তা অবমূল্যায়ন করছে।
মস্কোতে রিপোর্টারদের রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘পশ্চিমারা খোলাখুলিভাবে কিয়েভকে ন্যাটো দেশগুলোকে থেকে প্রাপ্ত অস্ত্র দিয়ে রাশিয়াকে আক্রমণ করার আহ্বান জানাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের পরামর্শ দিচ্ছি আমাদের ধৈর্যের আর পরীক্ষা নেবেন না।’