Friday , 25 April 2025 [bangla_day] , [english_date], [bangla_date]
Home / আন্তর্জাতিক / ভারতের উত্তর প্রদেশে ভাঙা হলো ১৮৫ বছরের পুরনো মসজিদের একাংশ

ভারতের উত্তর প্রদেশে ভাঙা হলো ১৮৫ বছরের পুরনো মসজিদের একাংশ

ভারতের উত্তর প্রদেশের ফতেহপুরে ১৮৫বছরের প্রাচীন একটি মসজিদের একটি অংশ ভেঙে ফেলা হয়েছে। শহরের বান্দা-ফতেহপুর সড়কের ওপর মসজিদটির একটি অংশ পড়ায় মঙ্গলবার এই কাজ করা হয় বলে জানিয়েছে জেলা প্রশাসন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ওই মসজিদটির নাম নূরি জামে মসজিদ। এটি ১৮৫ বছরের পুরোনো। জেলা প্রশাসন জানিয়েছে, সড়কের ওপর মসজিদের একাংশ পড়ায় মসজিদ কমটিকে নোটিশ দেয়া হয়েছিল। তারপরও সেই অংশ ভাঙেনি কমিটি। তাই নির্ধারিত সময়ের পর গণপূর্ত বিভাগ থেকে মসজিদটির ওই অংশ ভেঙে ফেলা হয়।

এমন এক সময় প্রশাসন মসজিদটি ভেঙেছে যখন মসজিদ কমিটি বিষয়টি সুরাহার জন্য এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। আদালত থেকে এই বিষয়ে কোনো আদেশ আসার আগেই এই কাজ করেছে জেলা প্রশাসন।

ফতেহপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (অর্থ ও রাজস্ব) অবিনাশ ত্রিপাঠি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, মসজিদ কমিটি উচ্চ আদালতে একটি আবেদন জমা দিয়েছে। তবে এ নিয়ে এখনো শুনানির দিন ধার্য হয়নি। আজ যে কাঠামোটি ভেঙে ফেলা হয়েছে, তা মসজিদের বর্ধিত অংশ। তবে মসজিদের মূল ভবন অক্ষত রয়েছে।

ত্রিপাঠি জানান, গত আগস্টে গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি) সড়কের ওপর নির্মিত কাঠামো সরাতে ১৩৯ জনকে নোটিশ দেয়। তাদের মধ্যে দোকানদার, বাড়ির মালিক ও মসজিদ কমিটিও ছিল। যাদের নোটিশ দেয়া হয়েছিল, তারা সেপ্টেম্বরে সব কাঠামো সরিয়ে নেয়। মসজিদ কমিটিও সড়কের ওপর নির্মিত দোকান ভেঙে ফেলেছিল। কমিটি আশ্বাস দিয়েছিল যে তারা মসজিদের অংশটি সরিয়ে ফেলবে, তবে তারা তা করেনি।

এ বিষয়ে জানতে ইন্ডিয়ান এক্সপ্রেসের পক্ষ থেকে মসজিদ কমিটির সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে তারা কোনো জবাব দেয়নি।

About Editor Todaynews24

Check Also

গুগল প্লে-হোয়াটসঅ্যাপের নিষেধাজ্ঞা তুলে নিল ইরান

ইরানে বহুল আলোচিত হিজাব আইন প্রত্যাহারের এক সপ্তাহ যেতে না যেতেই এবার প্রত্যাহার করে নেওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *