Thursday , 7 November 2024 [bangla_day] , [english_date], [bangla_date]
Home / জাতীয় / বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার শতবর্ষ উদ্যাপিত

বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার শতবর্ষ উদ্যাপিত

মনিরুজ্জামান :

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৯২১ সালে প্রতিষ্ঠিত ভোলার বোরহানউদ্দিন কামিল (আলিয়া) মাদ্রাসার প্রতিষ্ঠার শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠান উদ্যাপিত হয়েছে। শনিবার সকালে নানা বয়সের প্রায় ১ হাজার ২০০ শত ডেলিগেট মাদ্রাসা ক্যাম্পাসে উপস্থিত হন। ওই সময় সাবেক বন্ধুদের পেয়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। স্মৃতিকাতর হয়ে পড়েন অনেক সাবেক শিক্ষার্থী।

জাতিয় সংগীতের সাথে জাতিয় পতাকা ও শতবর্ষের পতাকা উত্তোলন করে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, শতবর্ষ উদ্যাপন কমিটির আহবায়ক পৌর মেয়র মো. রফিকুল ইসলাম অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কামিল মাদ্রাসার গভর্ণিং বডি’র সভাপতি ও শতবর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক পৌর মেয়র মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফয়েল আহমেদ এমপি। ওই সময় তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার উন্নয়নে সর্বাত্বক সহযোগিতার আশ^াস দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে শিক্ষা অগ্রগণ্য। ওই সময় তিনি মাদ্রাসার অবকাঠামো উন্নয়নের আশ^াস দেন।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, বাংলাদেশ ইসলামি বিশ^বিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম রফিকুর রহমান আল-মাদানী, ইসলামি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মো. ইকবাল হোসাইন, ড. মোহাম্মদ অলী উল্যাহ, চট্রগ্রাম বিশ^বিদ্যালযের প্রফেসর ড. নূরে আলম, ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের পরিদর্শক ড. মো. জাভেদ, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ,বি আহমদ উল্যাহ আনছারী প্রমুখ। এছাড়া মাদ্রাসার সাবেক শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন।

About todaynews24

Check Also

ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচন স্থগিত

হাইকোর্টের আদেশে জাতীয় সংসদের ঝিনাইদহ-১ শূন্য আসনের উপ-নির্বাচন স্থগিত করা হয়েছে । সোমবার (৬ মে) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *