Friday , 4 October 2024 [bangla_day] , [english_date], [bangla_date]
Home / বিনোদন / ফের আপত্তিকর ডিপফেক ভিডিওর ফাঁদে আলিয়া

ফের আপত্তিকর ডিপফেক ভিডিওর ফাঁদে আলিয়া

আবারো ডিপফেক ভিডিওর ফাঁদে পড়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় লাল রঙের একটি শাড়ি পরে উত্তাপ ছড়াচ্ছেন এই অভিনেত্রী। পরবর্তীতে জানা যায়, আপত্তিকর এ ভিডিওতে থাকা নারী আলিয়া নয়। অভিনেত্রী ওয়ামিকা গাব্বির মুখের উপর আলিয়া ভাটের মুখ বসিয়ে ডিপফেক ব্যবহার করা হয়েছে।

আবার কার ‘প্রেমে’ পড়লেন পরী

এর আগে রাশমিকা মান্দানার ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছিল, তারপর কাজল আর এবার আলিয়া ভাট। রাশমিকা প্রথম থেকেই এই ধরনের কাজের বিরুদ্ধে বিরক্তি এবং হতাশা প্রকাশ করেছিলেন। সেসময় তাকে সমর্থন করেছিলেন অমিতাভ বচ্চনের মতো তারকারা। কদিন আগেই ভাইরাল হয়েছে সামান্থার তোয়ালে পরা একটি ছবি। পরে জানা যায়, সামান্থাও ডিপফেকের শিকার হয়েছেন। সামান্থার ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলেও আলিয়া তার ভিডিও নিয়ে এখনো কোনো অভিযোগ করেননি।

 

About todaynews24

Check Also

সাকিব কাজটা ঠিক করেনি আমার ফোন ফেলে দিয়ে : জায়েদ খান

জায়েদ খানের ওপর বিরক্ত হয়ে তার স্বর্ণের আইফোন সুইমিংপুলের পানিতে ফেলে দিয়েছেন সাকিব আল হাসান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *