Saturday , 5 October 2024 [bangla_day] , [english_date], [bangla_date]
Home / জাতীয় / কুষ্টিয়ায় হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

কুষ্টিয়ায় হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি »
কুষ্টিয়ার দুই উপজেলার কয়েকশ’ হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ড. আবু নাসের রাজীব ফাউন্ডেশন। এরমধ্যে গতকাল সোমবার দুপুরে জেলার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের পদ্মা তীরবর্তী প্রত্যন্ত আমবাড়িয়া গ্রামে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়। পরে একইদিন বিকেলে কুমারখালী উপজেলার পৌর এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন আদিবাসী পাড়ায় একই ধরণের শীতবস্ত্র বিতরণ করা হয়।
আমবাড়িয়ার কর্মসূচিতে সুবিধাবঞ্চিত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক নওসের আলী এবং প্রতিষ্ঠাতা ড. আবু নাসের রাজীব। এ সময় সেখানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বহু মানুষ উপস্থিত ছিলেন। কুমারখালীতে সুবিধাবঞ্চিত আদিবাসীদের হাতে শীতবস্ত্র তুলে দেন ফাউন্ডেশনের সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক সেলিমা খাতুন। দুই জায়গার কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. আবু নাসের রাজীব ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সাংবাদিক মোঃ আবু নোমান হাদী, কাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী সাইফুল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন  মহেন্দ্রজন সংস্কৃতি ধারার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মনসুর নোমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মানিক প্রমুখ।
উল্লেখ্য সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষদের মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা এবং কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্য বিমোচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু নাসের রাজীব সম্প্রতি প্রতিষ্ঠা করেছেন ড. আবু নাসের রাজীব ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতিমধ্যে এ সংক্রান্ত কর্মপরিকল্পনা হাতে নিয়ে তা বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে ড. আবু নাসের রাজীব বলেন, ‘সরকারের নানা প্রচেষ্টায় আমরা ইতিমধ্যে উন্নয়নশীল দেশে উন্নীত হলেও এখনো সমাজের বহু হতদরিদ্র মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিত করতে পারিনি। এছাড়া এখনো আমরা বহু শিশুর মানসম্মত শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে পারিনি। সমাজে আমাদেরই আশপাশে বসবাস করা এসব সুবিধাবঞ্চিত মানুষের একটু উন্নত জীবনের ব্যবস্থা করা আমাদের নৈতিক দায়িত্ব। এজন্য আমাদের সবারই উচিত নিজ নিজ সাধ্যমতো এগিয়ে আসা। ড. আবু নাসের রাজীব ফাউন্ডেশন সমাজের পিছিয়ে পড়া এসব মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে দৃড়প্রতিজ্ঞ।’

About todaynews24

Check Also

ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচন স্থগিত

হাইকোর্টের আদেশে জাতীয় সংসদের ঝিনাইদহ-১ শূন্য আসনের উপ-নির্বাচন স্থগিত করা হয়েছে । সোমবার (৬ মে) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *