Wednesday , 19 March 2025 [bangla_day] , [english_date], [bangla_date]
Home / World / Sports / এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া

এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। সোমবার হোবার্টে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান।

হারিস রউফ, আব্বাস আফ্রিদির বোলিং তোপের মুখে স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৭ রান তুলতে সমর্থ হয়। রান তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ১৩৪ রানে অলআউট পাকিস্তান।

টস জিতে ব্যাটিং নেয়ে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের অবিশ্বাস্য সূচনার পর হতাশাজনক সমাপ্তি। ওপেনিং জুটিতে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (১৭ বলে ৩২) ও ম্যাথিউ শর্ট (৯ বলে ২০) ঝড় বইয়ে দেন। তারা প্রথম ২১ বলে ৫২ রান তুলে নিলে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল অজিরা। যদিও চতুর্থ ওভারে তিন বলের মধ্যে ম্যাকগার্ক ও জস ইংলিশকে সাজঘরের পথ দেখিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান হারিস রউফ।

শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ প্রচণ্ড মার খাওয়ার পর মাঝের দিকে নিয়ন্ত্রণ নিয়ে নেন হারিস (৪/২২), আব্বাস (৩/১৭) ও স্পিনার সুফিয়ান (২/২১) মুকিম। শেষ ওভারে পরপর দুই বলে অ্যারন হার্ড ও স্পেন্সার জনসনকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান আব্বাস। যদিও ইনিংসের শেষ বলে অ্যাডাম জাম্পাকে তিনি আউট করতে পারেননি। ম্যাকগার্ক ও শর্ট ছাড়াও অজিদের হয়ে হার্ডি ২৮, গ্লেন ম্যাক্সওয়েল ২১ রান করে অবদান রাখেন। এরপর ব্যাটিং ব্যর্থতায় হেরে যায় পাকিস্তান। উসমান খান ৩৮ বলে ৫২ ও ইরফান খান ২৮ বলে ৩৭ রান করেন। স্পেন্সার জনসন ২৬ রানে ৫টি ও অ্যাডাম জাম্পা ১৯ রানে ২টি উইকেট নেন।

About Editor Todaynews24

Check Also

বরিশালের হয়ে বিপিএল মাতাবেন শাহীন আফ্রিদি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা ধরে রাখতে মাঠে নামবে ফরচুন বরিশাল। আগামী ৩০ ডিসেম্বর শুরু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *