শনিবার সকাল ১০টা পর্যাপ্ত সুগার মিলটির আখ মাড়াই কার্যক্রম বন্ধ থাকে।যান্ত্রিক ত্রুটির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ। পরে যান্ত্রিক ত্রুটি সারিয়ে ১০টা ২০ মিনিটে আবারও আখ মাড়াই কার্যক্রম শুরু হয়।
এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় মিলের কেইন ক্যারিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে ২০২৪-২৫ মৌসুমের মাড়াই কার্যক্রম উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
জানা গেছে, নর্থ বেঙ্গল সুগার মিলের কেইন ক্যারিয়ারে ত্রুটির কারণে ভোর ৫টার দিকে মিলটিতে আখ মাড়াই কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে মিল কর্তৃপক্ষ জানায় দ্রুত ত্রুটি সারিয়ে মিলে আবারও আখ মাড়াই কার্যক্রম শুরু করা হয়েছে। এতে মিলের চিনি উৎপাদনের তেমন প্রভাব পড়বে না।
মিল সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমে ১২২ কর্মদিবসে ২ লাখ টন আখ মাড়াই করে ১৫ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ।
২০২৩-২৪ রোপণ মৌসুমে মিল জোন এলাকায় আখ চাষ হয়েছে ১৭ হাজার ৫৫০ একর জমিতে। মিলের নিজস্ব ২ হাজার ৫০০ একর ও মিল এলাকায় ১২ হাজার জন কৃষকের ১৪ হাজার ৯৫০ একর জমিতে আখ চাষ হয়েছে।
নর্থ বেঙ্গল সুগার মিলের মহাব্যবস্থাপক (কারখানা) মো. মোমিন হুসাইন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যান্ত্রিক ত্রুটি ছিল। ত্রুটি সারিয়ে আবারও মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। এতে মিলের চিনি উৎপাদনে তেমন প্রভাব পড়বে না বলেও জানান তিনি।