Thursday , 15 January 2026 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / জাতীয় / রাজনীতি / ‘বিএনপি ক্ষমতায় এলে কৃষকের মুখে হাসি ফুটবে’

‘বিএনপি ক্ষমতায় এলে কৃষকের মুখে হাসি ফুটবে’

বিএনপি সরকার গঠন করলে কৃষকদের অধিক গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদতিনি বলেন, এদেশ কৃষি প্রধান দেশকৃষকরা ফলন ফলিয়ে এদেশে খাদ্যের চাহিদা পূরণ করেনতাই তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্যে পাওয়ার নিশ্চিত করা হবে

কৃষকরা যাতে কোনভাবেই ক্ষতির মুখে না পড়েন তার জন্য শস্য, পশুসম্পদ ও মৎস্য বীমা করা হবে। যা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মধ্যে এসব কথা উল্লেখ রয়েছে।

শুক্রবার  ঢাকার ধামরাইয়ের বালিয়া আমতা চৌহাট ইউনিয়ন বিএনপির আয়োজিত জনসভার প্রধান প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের বিরুদ্ধে অপর একটি দেশ যড়যন্ত্রমূলক মিথ্যা রটনা রটিয়ে দেশকে অস্থিরতা করার চেষ্টার করছেন। আমরা তাদের উদ্দেশ্যে হাসিল হতে দেব না। এদেশে জনগণ আর জুলুম অত্যাচার মেনে নিবে না। কারণ দেশে রাতে আর ভোট হবে না। তাই স্বৈরাচার সরকারও আর গঠন হবে না। এদেশে দাঙ্গা হাঙ্গামার দেশ নয় এদেশ হিন্দু মুসলিমসহ সকল সম্প্রদায়ের দেশ। তাই দেশে আমার হিন্দু ভাই বোনেরা অনেক শান্তি ও নিরাপদে আছেন বলে জানান তিনি।

সভায় তিনি আরও বলেন, রাষ্ট্রকে সুন্দর ও ভাল রাখতে হলে সকলকে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করতে হবে। স্বৈরাচার সরকার সরকারের প্রধান ও তার দোসরদের কঠোর হস্তে দমন করতে হবে বলে জানান তিনি।

তিনি বলেন, ধামরাইয়ের মাটি বিএনপির ঘাঁটি। তাই আগামীতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের মডেল হবে ধামরাইতে।
ধামরাই যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আশিকুর রহমান খান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ জলিল, ঢাকা জেলা মহিলা দলের আহবায়ক সাবিনা ইয়ামিন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি  ইবাদুল হক জাহিদ প্রমুখ।

About Editor Todaynews24

Check Also

নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতির শপথ দুপুরে

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনা করতে প্রাথমিকভাবে ২ বছরের জন্য ২৫ জনকে অতিরিক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *