বাজারে পেঁয়াজ ও আলুর উচ্চমূল্যে চাপে রয়েছেন ভোক্তারা। গত সপ্তাহে বৃদ্ধি পাওয়া এ দুই পণ্যের দাম চলতি সপ্তাহেও ঊর্ধ্বমুখী রয়েছে। দাম বেড়ে রাজধানীর খুচরা বাজারে দেশি পেঁয়াজ এখন ১৫০ টাকা ও আলুর কেজি ৭৫ টাকায় গিয়ে ঠেকেছে। প্রতিদিনের রান্নায় প্রয়োজনীয় এ পণ্যগুলোর লাগামহীন মূল্যবৃদ্ধির সঙ্গে পেরে উঠছেন না নিম্ন ও সীমিত আয়ের মানুষ।
ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজে বাজার সামাল দেওয়া যাবে না। কারণ ভারতে পেঁয়াজের দামও অনেক চড়া। বিকল্প উৎস থেকে আমদানি বাড়ানো না গেলে দাম কমার সম্ভাবনা কম। নতুন পেঁয়াজ তথা আগাম পেঁয়াজ ওঠার আগ পর্যন্ত বাজার চড়া থাকবে। মজুদ ফুরিয়ে আসায় পুরনো পেঁয়াজের দাম স্থানীয় হাটেই এখন অনেক চড়া রয়েছে।