কবিরুল ইসলাম কবির, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় ও ভাসানি অনুসারী পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।
রবিবার বিকাল ৫টার দিকে রণহাট্টা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার অসহায়-হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন ভাসানি অনুসারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসমাঈল হোসেন, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক আল মুকিত, ঠাকুরগাঁও জেলা ভাসানি অনুসারী পরিষদের সভাপতি চাষি এনামুল হক, ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব চৌধুরী ও হরিপুর উপজেলা ভাসানি অনুসারী পরিষদের সভাপতি মোজাক্কের ইসলাম সুমন প্রমূখ।