Sunday , 3 December 2023 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / জাতীয় / হরিপুরে পানিতে ডুবে যাওয়া শিশুটির মৃতদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

হরিপুরে পানিতে ডুবে যাওয়া শিশুটির মৃতদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

কবিরুল ইসলাম কবির,  হরিপুর প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুরে নোনা খালের পানিতে পড়ে ডুবে যাওয়া শিশুটির মৃতদেহ ১৬ ঘন্টা পর যাদুরাণী বড় ব্রিজ সংলগ্ন থেকে উদ্ধার করেছে হরিপুর ফায়ার সার্ভিসের ডুবুরি কর্মীরা ৷

শনিবার (৪ ডিসেম্বর) বিকাল আনুমানিক সাড়ে চারটার দিকে দুরাণী বড় ব্রিজ সংলগ্ন পশ্চিম পাড়ে খেলার সময় পানিতে পড়ে সাব্বির হোসেন (৭) ও মোস্তাফিজুর রহমান (৪) নামে দুই শিশু৷ ব্রিজে কাজে থাকা এক শ্রমিক শিশু মোস্তাফিজুর রহমান কে দেখতে পায় ৷ তৎক্ষণাৎ পানিতে থেকে তাকে জীবিত উদ্ধার করে ৷ পরে জীবিত উদ্ধার শিশুটি জিজ্ঞাসা করা হলে সে বলে আমার সাথে সাব্বির নামে আরো একজন ছেলে ছিল৷ সে আগে পানিতে পড়ে ডুবে যায় ৷ তাকে উদ্ধার করতে আমিও ডা বে যায়। পরে পানিতে ডুবে থাকা শিশুটিকে উদ্ধারের জন্য হরিপুর ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে ব্যর্থ হয় ৷

রবিবার (৫ ডিসেম্বর) সকাল ৯ টার সময় ডুবুরীর দল ব্রিজ সংলগ্ন খাল থেকে সাব্বির হোসেন (৭) এর মৃতদেহ উদ্ধার করে৷ জীবিত মোস্তাফিজুর রহমান নন্দগাঁও (ধানহাটী) গ্রামের আব্দুল মতিনের ছেলে ও মৃত সাব্বির হোসেন নন্দগাঁও(গণাগাছি) গ্রামের আনোয়ারের ছেলে ৷

এ ব্যাপারে হরিপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন,গতকাল বিকাল ৫:৪৫ মিনিটে বাচ্চা পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আমাদের সাধ্যমতো কয়েক ঘন্টা চেষ্টা করে ব্যর্থ হলে আমরা রংপুর নিয়ন্ত্রণ অফিসে ডুবুরী টিম চাইলে আজ সকালে ডুবুরী টিম একজনের লাশ উদ্ধার করে।

হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন,আমার বিষয়টি অবগত আছি৷ নিখোঁজ শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।

About todaynews24

Check Also

প্রেমিকার টানে তামিলনাড়ুর প্রেমকান্ত বরিশালে

প্রেমের টানে ভারতের তামিলনাড়ু থেকে বরিশালে আসেন নৃত্যশিল্পী প্রেমকান্ত। প্রেমিকার সঙ্গে দেখাও হয়েছিল। দেখা হওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *