হরিপুর প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সকল সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। বই বিতরণ কার্যক্রম উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বিদ্যালয়ে সকল ছাত্র-ছাত্রীদের মাঝে সরকারি নতুন বই হাতে তুলে দেওয়া হয়।
আজ শনিবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বই বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শিক্ষার মান-উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজিজার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম মিয়া, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মুন্জুরুল ইসলাম, সুলতান আল-রাজিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।