ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের কে,এস প্রতিবন্ধী স্কুলের সকল শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে কে. এস প্রতিবন্ধী স্কুল মাঠ চত্ত্বরে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল, গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল করিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) রাকিবুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাফিউল ইসলাম রাফি প্রমূখ। আলোচনা সভা শেষে কে. এস প্রতিবন্ধী স্কুলের সকল শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।