Friday , 4 October 2024 [bangla_day] , [english_date], [bangla_date]
Home / ক্যাম্পাস / সহিংসতা, নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে প্রগতিশীল শিক্ষক ফোরামের মানববন্ধন

সহিংসতা, নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে প্রগতিশীল শিক্ষক ফোরামের মানববন্ধন

সহিংসতা, নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রগতিশীল শিক্ষক ফোরাম।

সোমবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ঢাকা-দিনাজপুর মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি ড. বলরাম রায় বলেন, হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। আবহমান কাল ধরে এখানে বিভিন্ন জাতি-গোষ্ঠী ও ধর্ম-মতের অনুসারীরা মিলেমিশে সৌহার্দপূর্ণভাবে বসবাস করে আসছেন। সম্প্রদায়গত ও আন্তঃধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে চলেছেন। এটা আমাদের জাতীয় ঐতিহ্য।

কিন্তু সাম্প্রতিক সময়ে ধর্ম অবমাননার অভিযোগ তুলে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে নিরপরাধ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দির, পূজামণ্ডপ, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা সরকারকে এসবের বিরুদ্ধে সুদৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানাই।

মানববন্ধনে অধ্যাপক ড. বলরাম রায় ছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

About todaynews24

Check Also

ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচন স্থগিত

হাইকোর্টের আদেশে জাতীয় সংসদের ঝিনাইদহ-১ শূন্য আসনের উপ-নির্বাচন স্থগিত করা হয়েছে । সোমবার (৬ মে) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *