Thursday , 3 July 2025 [bangla_day] , [english_date], [bangla_date]
Home / ক্যাম্পাস / সহিংসতা, নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে প্রগতিশীল শিক্ষক ফোরামের মানববন্ধন

সহিংসতা, নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে প্রগতিশীল শিক্ষক ফোরামের মানববন্ধন

সহিংসতা, নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রগতিশীল শিক্ষক ফোরাম।

সোমবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ঢাকা-দিনাজপুর মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি ড. বলরাম রায় বলেন, হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। আবহমান কাল ধরে এখানে বিভিন্ন জাতি-গোষ্ঠী ও ধর্ম-মতের অনুসারীরা মিলেমিশে সৌহার্দপূর্ণভাবে বসবাস করে আসছেন। সম্প্রদায়গত ও আন্তঃধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে চলেছেন। এটা আমাদের জাতীয় ঐতিহ্য।

কিন্তু সাম্প্রতিক সময়ে ধর্ম অবমাননার অভিযোগ তুলে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে নিরপরাধ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দির, পূজামণ্ডপ, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা সরকারকে এসবের বিরুদ্ধে সুদৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানাই।

মানববন্ধনে অধ্যাপক ড. বলরাম রায় ছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

About todaynews24

Check Also

জানুয়ারিতে এলপি গ্যাসের দাম কত থাকছে, জানা গেল

নতুন বছরের প্রথম মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত থাকছে। ডিসেম্বরের দামেই চলতি জানুয়ারিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *