Thursday , 24 April 2025 [bangla_day] , [english_date], [bangla_date]
Home / বিনোদন / শীতে সাহসী লুকে উত্তাপ ছড়ালেন জয়া আহসান
শীতে উষ্ণতা ছড়াচ্ছে খোলামেলা জয়া

শীতে সাহসী লুকে উত্তাপ ছড়ালেন জয়া আহসান

বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানব্যক্তিজীবনে পোশাক-আশাকে অনেকটাই শৌখিন খোলামেলা এই অভিনেত্রীপ্রায় দিনই ভিন্ন রূপে-অবতারে নিজেকে মেলে ধরেন জয়াএইতো, দিন কয়েক আগে ভারতের এক ফিল্মফেয়ার অনুষ্ঠানে ভিন্নভাবে জামদানি পড়ে শাড়ির ফ্যাশনে নতুনত্ব তুলে ধরেছিলেনতা নিয়ে অবশ্য কম সমালোচনার মুখে পড়তে হয়নি জয়াকে

জয়ার জামদানির সেই সমালোচনার রেশ সেভাবে না কাটতেই আবারো ভিন্নভাবে শাড়ি পড়ে বিরূপ মন্তব্যের শিকার হলেন অভিনেত্রী। সদ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ পড়তেই পাতায় পাতায় ভেসে বেড়াচ্ছে হলদে জয়ার নতুন অবতার। বিষয়টি খোলাসা করে বললে, এবারও শাড়ি পরার ফ্যাশনে ভিন্নতা এনেছেন জয়া। দেশি জামদানির পর এবার জয়ার শাড়িতে উঠে এলো এক রাজকীয় আবহ। কিন্তু এরপরও ঘটে বিপত্তি। কারণ, পরনের হলুদ ব্লাউজের শাড়িটি অনেকটা খোলামেলা রেখেই পরেছেন জয়া। তাতে এমন সাহসী অবতারে দেখে বিভিন্ন ধরণের মন্তব্য আসতে থাকে নেটিজেনদের কাছ থেকে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে একাধিক ছবি শেয়ার করেন জয়া আহসান। ক্যাপশনে জয়া লেখেন, রাজা রবি বর্মার আইকনিক পেইন্টিং থেকে অনুপ্রেরিত সেই আধুনিক শৈলীর সাথে পুরোনো শিল্পকে উপস্থাপন করার চেষ্টা করলাম। বলা বাহুল্য, জয়াকে এমন অবতারে দেখে নেটিজেনদের মাঝে রীতিমতো উত্তাপ ছড়িয়ে পড়েছে এবং সঙ্গে একঝাঁক সমালোচনা তো রয়েছেই।

নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, শীতের দিনে এমন সাজ, ঠান্ডা লাগে না? আরেক নেটিজেনের মন্তব্য, বেশি সাহসী রূপে ধরা দিয়েছেন। আবার অন্য এক নেটিজেনের মন্তব্য, শাড়ি ও ব্লাউজটা সুন্দর তবে বেশি খোলামেলা না হলেও পারতেন। তবে জয়ার এই সাজের প্রশংসাও করেছেন অনেকে। বিশেষ করে এমন রাজকীয় সাজে জয়াকে এভাবে দেখা যায়নি। যদিও ভালো-মন্দ কোনো মন্তব্যকেই পাত্তা দেন না জয়া।

উল্লেখ্য, খুব শীঘ্রই নতুন ছবির শ্যুটিংয়ে কাজ শুরু করবেন জয়া আহসান। এছাড়াও বাংলাদেশ-ভারত দুই দেশে তার কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়। অদূর আগামীতে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে জয়ার ‘ওসিডি’ সিনেমাটি এবং দেশে মুক্তির তালিকায় আছে ‘নকশী কাঁথার জমিন’, ‘জয়া আর শারমিন’, ‘ফেরেশতে’ সিনেমাগুলো।

 

About Editor Todaynews24

Check Also

প্রথমবারের মতো ঢাকায় আসছে পাকিস্তানের ব্যান্ড কাভিশ

২০২৪ সালের শেষদিকে ঢাকার কনসার্টে অংশ নেয় পাকিস্তানি ব্যান্ডদল ‘জাল’। এরপর এসেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *