বীরগঞ্জ প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে এবং বায়ার ফর বাংলাদেশ এর সৌজন্যে প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ডিকাল্ব-৯১৬৫ জাতের ভূট্টার বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্ত্বরে উপজেলার ৬টি ইউনিয়নের ২ হাজার প্রান্তিক কৃষককের মাঝে ২কেজি করে মোট ৪ হাজার কেজি ভূট্টার বীজ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান, বায়ার ক্রপ সায়েন্স লিঃ এর সিনিয়র টেরিটর অফিসার গোলাম মোস্তফা ও ফার্ম ডেভেলপমেন্ট অফিসার শান্ত রায় ও প্রদীপ রায়।