Sunday , 3 December 2023 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / বিনোদন / “বায়ো-জিন বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ডস 2022” পেয়েছেন শাপলা হক

“বায়ো-জিন বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ডস 2022” পেয়েছেন শাপলা হক

গত শনিবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে দিকে রাজধানীর বনানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত শিল্পা শেঠির হাত থেকে “বায়ো-জিন বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ডস -2022” পেয়েছেন শাপলা হক ।

শাপলা হক ছাড়াও সেই অনুষ্ঠানে ছিলেন নিরব, বুবলী, পূজা চেরী ও ভাবনাসহ আরও অনেক দেশি জনপ্রিয় মুখ। এবার এই তারকারা আলোকিত হলেন বলিউড তারকা শিল্পা শেঠির আলোয়। পেলেন পুরস্কারও!

শাপলা হক বলেন, তিনি বলিউডের প্রথম সারির নায়িকাদের একজন। ছোটবেলা বহু ছবি দেখেছি। তার মতো তারকার হাত থেকে অ্যাওয়ার্ড নিতে পেরে সত্যি সম্মানিত বোধ করছি।’

জানা যায়, দেশীয় তারকাদের উৎসাহিত করার জন্যই শিল্পার মাধ্যমে এমন ক্রেস্ট প্রদান করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে

 

ভাবনা বলেন, শুধু অ্যাওয়ার্ডই নিইনি তার হাত থেকে, তাকে নেচেও দেখানোর সুযোগ পেলাম। তার সব হিট গানের মেডলির সঙ্গে আমি নেচেছি। আমার পারফর্মেন্সটি তাকে উৎসর্গ করেছি। আমি এই আয়োজনের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।

 

মঞ্চে উঠেই বাজিগর’ ছবির নায়িকা কেমন আছেন সবাই শুধু এইটুকুই বাংলা জানি (ইংরেজিতে)! পুরস্কার দেয়ার পর তিনি বলেন, ‘সবার পুরস্কার পেতে ভালো লাগে। কিন্তু আমার কাছে মনে হয় অংশগ্রহণ করাটাও পুরস্কারের চেয়ে কম কিছু নয়। সফলতার চেয়ে আত্মতৃপ্তি গুরুত্বপূর্ণ।’

শিল্পার উপস্থিতিতে অনুষ্ঠানটিতে ছিল ফ্যাশন শো, ডান্স পারফর্মেন্স, মিউজিকাল পারফর্মেন্সসহ অনেক আয়োজন। অনুষ্ঠানে গান পরিবেশ করেন তাহসান খান।

About todaynews24

Check Also

সপ্তাহে এক দিন করে দেখা করি ২ প্রাক্তন স্ত্রীর সঙ্গে : আমির খান

লগান’-এর সেটে আলাপ। প্রাণোচ্ছ্বল, কাজপাগল তারকাদম্পতি দীর্ঘ ১৫ বছর একসঙ্গে ছিলেন। তার পর হঠাৎই আলাদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *