Friday , 13 December 2024 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / আন্তর্জাতিক / ফক্স নিউজ থেকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি, কে এই ক্যারোলিন?

ফক্স নিউজ থেকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি, কে এই ক্যারোলিন?

নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের মেয়ে ক্যারোলিন লেভিত। মধ্যবিত্ত ব্যবসায়িক পরিবারে জন্ম ও বেড়ে ওঠা ক্যারোলিন মাত্র ২৭ বছর বয়সেই ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে। ক্যারোলিন হতে চলেছেন হোয়াইট হাউসের সবচেয়ে কম বয়সি প্রেস সেক্রেটারি। 

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরবর্তী মেয়াদে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে এই নারীকে মনোনয়ন দিয়েছেন। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে তাকে একজন ‘দক্ষ ও দৃঢ়চেতা’ মানুষ হিসেবে বলেছেন।

সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জানুয়ারি ট্রাম্পের আনুষ্ঠানিক শপথের পর হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ এই পদে যোগ দেবেন ক্যারোলিন।

তবে হোয়াইট হাউসে কাজ করার কিংবা সংবাদ মাধ্যমকে সামাল দেওয়ার অভিজ্ঞতা ক্যারোলিন লেভিতের নতুন নয়। এর আগে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন ক্যারোলিন।

হোয়াইট হাউসের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের শিক্ষানবিশ ছিলেন ক্যারোলিন। হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি হওয়ার আগে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বক্তব্য-বিবৃতি লেখার কাজে সম্পৃক্ত ছিলেন।

এএফপির তথ্য, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান দলের সদস্য এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন ক্যারোলিন। নিজের নতুন প্রশাসনে এলিস স্টেফানিককে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত পদে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প।

ক্যারোলিন নিজেও প্রতিনিধি পরিষদের সদস্য হতে চেয়েছিলেন। এ জন্য ২০২২ সালের নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার থেকে রিপাবলিকান প্রার্থী হিসেবে ভোটে লড়েন। কিন্তু ডেমোক্রেটিক ক্রিস পাপাসের কাছে হেরে যান।

ওই সময় কর কমানো, সীমান্ত সুরক্ষা বাড়ানো, সীমান্তে প্রাচীর নির্মাণ শেষ করা, আইনশৃঙ্খলা জোরদার করার বিষয়ে জোর প্রচার চালিয়েছিলেন ক্যারোলিন। এসবের বেশির ভাগই ট্রাম্পের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প আবারও লড়াইয়ের ঘোষণা দেওয়ার পর, ট্রাম্পের প্রচার শিবিরে যোগ দেন ক্যারোলিন। এবার দায়িত্ব বেশ বড়। প্রচার শিবিরের ‘ন্যাশনাল প্রেস সেক্রেটারি’ হন তিনি। তাই সংবাদমাধ্যমে বেশ পরিচিত মুখদের একজন তিনি।

এ নির্বাচনের মাস চারেক আগে জুলাইয়ে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন ক্যারোলিন।

এর আগে সবচেয়ে কম বয়সে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হয়েছিলেন রন জিয়েগলার। ১৯৬৯ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তাকে এই পদে নিয়োগ দেন। তখন রনের বয়স ছিল ২৯ বছর।

About Editor Todaynews24

Check Also

ভারতের উত্তর প্রদেশে ভাঙা হলো ১৮৫ বছরের পুরনো মসজিদের একাংশ

ভারতের উত্তর প্রদেশের ফতেহপুরে ১৮৫বছরের প্রাচীন একটি মসজিদের একটি অংশ ভেঙে ফেলা হয়েছে। শহরের বান্দা-ফতেহপুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *