Wednesday , 19 March 2025 [bangla_day] , [english_date], [bangla_date]
Home / খেলাধুলা / নিষিদ্ধ রুশ ফুটবল দল ফিফা ও উয়েফাতে, ইউরো ২০২৪ অনিশ্চিত

নিষিদ্ধ রুশ ফুটবল দল ফিফা ও উয়েফাতে, ইউরো ২০২৪ অনিশ্চিত

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের জেরে রাশিয়ার ফুটবল দল ও এর ক্লাবগুলোকে নিষিদ্ধ করেছে ফিফা ও উয়েফা। এতে করে এই দুই সংগঠনের আওতায় আয়োজিত কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবে না রাশিয়া। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে ফিফা ও উয়েফা। এতে বলা হয়, ফুটবল হলো একতার প্রতীক। ফুটবল মানেই একতা। ইউক্রেনের জনগণের সঙ্গে আমরা একাত্বতা প্রকাশ করছি। উভয় সংগঠনের আশা, দ্রুত সেখানকার পরিস্থিতির নিয়ন্ত্রণে আসবে। আবারও একতা ও শান্তির একক হিসেবে গণ্য করা হবে ফুটবলকে।

যৌথ বিবৃতি প্রকাশের পর উয়েফা আলাদা করে জানায়, রাশিয়ার সঙ্গে অংশীদ্বারিত্ব শেষ করা হয়েছে। এই সিদ্ধান্তের কারণে রুশ ফুটবলের সঙ্গে করা সবরকম সমঝোতা বাতিল করা হলো। এতে করে চ্যাম্পিয়ন্স লীগ, উয়েফার জাতীয় দলগুলোর মধ্যে টুর্নামেন্টে ও ইউরো ২০২৪ এ খেলতে পারবে না রাশিয়া।

About todaynews24

Check Also

বরিশালের হয়ে বিপিএল মাতাবেন শাহীন আফ্রিদি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা ধরে রাখতে মাঠে নামবে ফরচুন বরিশাল। আগামী ৩০ ডিসেম্বর শুরু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *