Tuesday , 10 June 2025 [bangla_day] , [english_date], [bangla_date]
Home / বিনোদন / দুর্দম স্মার্ট ঈদ উৎসবের জমকালো আয়োজন

দুর্দম স্মার্ট ঈদ উৎসবের জমকালো আয়োজন

গতকাল অনুষ্ঠিত হলো  দুর্দম স্মার্ট ঈদ উৎসবের জমকালো আয়োজন,   এস এস সি ৯৭ ও এইচ এস সি ৯৯ ব্যাচ গ্রুপ  দুর্দম ৯৭ এর এটা ছিল প্রথম আয়োজন,  শুরুতেই জমকালো আয়োজনে সবারই দৃষ্টি আকর্ষণ করছে,

অনুষ্ঠানে গান ও কমেডি ছাড়াও তানভীর মাসুমকে বিশেষ সম্মান প্রদান করেন। সর্বশেষ মুল আকর্ষণ ছিল দুর্দম স্মার্ট ঈদ উৎসবের আয়োজন স্মার্ট ৪ জনকে ক্রেস্ট ও পুরস্কার বিতরন, যারা গ্রুপে সকল বন্ধুদের সরাসরি ভোটে নির্বাচিত। পুরস্কার পেয়েছেন শামসুল আরেফিন, দিদারুল হক খোকন, রওশন আকতার এবং ফারজানা।

রোমানা মিরাজ বলেন, দুর্দম  মূলত ৯৭ এর বন্ধুদর প্লাটফর্ম,  সকাল বন্ধু দের সাথে নিয়ে আগামীর পথ চলা সুন্দর হবে, তবে বন্ধুদের জন্য চমক থাকবে সব সময় ।

 

মাসুম আহমেদ বলেন, দুর্দম ৯৭ এর মূল উদ্দেশ্য হলো, বিপদে সকল বন্ধুর পাশে থাকা, তিনি আগামী ফেব্রুয়ারিতে বাঙ্গালিয়ান নামে  বিশাল পরিসরের বন্ধুদের মিলন মেলার ঘোষণা দেন।

 

 

About todaynews24

Check Also

প্রথমবারের মতো ঢাকায় আসছে পাকিস্তানের ব্যান্ড কাভিশ

২০২৪ সালের শেষদিকে ঢাকার কনসার্টে অংশ নেয় পাকিস্তানি ব্যান্ডদল ‘জাল’। এরপর এসেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *