Friday , 25 April 2025 [bangla_day] , [english_date], [bangla_date]
Home / জাতীয় / রাজনীতি / খালেদা জিয়াকে কারাগারে রেখে হত্যা করতে চেয়েছে আওয়ামী লীগ: ফখরুল

খালেদা জিয়াকে কারাগারে রেখে হত্যা করতে চেয়েছে আওয়ামী লীগ: ফখরুল

খালেদা জিয়াকে কারাগারে রেখে হত্যা করতে চেয়েছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ে এক জনসভায় মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি করার অপরাধে লাখ লাখ নেতাকর্মীকে নানাভাবে নির্যাতন করা হয়েছে। এখন বাড়িতে পুলিশ যায় না এর চেয়ে বড় শান্তি আর নেই।

তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের নেতা নয়, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান। শেখ মুজিবুর রহমান যেখানে সকল রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেছিলো, সেখানে জিয়াউর রহমান সব দলকে পুনর্বাসন করেছেন।

দেশে গণতন্ত্রের জন্য দীর্ঘকাল ধরে লড়াই করেছে জনগণ এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে জনগণের ওপর নির্যাতন শুরু করেছে। এতো পাপ করেছে যে শেখ হাসিনার পালানো ছাড়া কোনো উপায় ছিলো না।

মির্জা ফখরুল বলেন, বিএনপি ১৫ বছর লড়াই করেছে বলেই ছাত্র জনতার আন্দোলনে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আর বাংলাদেশে যা হয়েছে তা উগ্রবাদী বিদ্রোহ বলে অপপ্রচার করছে শেখ হাসিনা।

তিনি বলেন, রাষ্ট্রের এমন সংস্কার বা পরিবর্তন হওয়া প্রয়োজন যাতে সাধারণ মানুষ উপকৃত হয়। আওয়ামী লীগের নৌকা নয়, সত্যিকারের পরিবর্তন চায় দেশের মানুষ।

About Editor Todaynews24

Check Also

দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশ-বিদেশের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *