Saturday , 9 November 2024 [bangla_day] , [english_date], [bangla_date]
Home / বিনোদন / এ কেবল ‘টিপ পরা’ প্রতিবাদ

এ কেবল ‘টিপ পরা’ প্রতিবাদ

টিপ পরা নিয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় এক শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় উত্তল পুরো দেশ। ৩ এপ্রিল থেকেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। এমনকি ঘটনাটি সংসদ পর্যন্ত গড়িয়েছে। হচ্ছে মিছিল-মানববন্ধ। এতে তাৎক্ষণিক জবাব এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাধারণ মানুষের পাশাপাশি অভিনয়শিল্পীরা প্রতিবাদে হয়েছেন সামিল। পুরুষ-নারী নির্বিশেষে টিপ পরা ছবি দিয়েছেন ফেসবুকে।

Mithila

রাফিয়াত রশিদ মিথিলা
আমার টিপ নিয়ে কোন কথা নয়। আমার স্বাধীনতা নিয়ে কোন কথা নয়। যদি থাকে আমার আগুনে নিশ্চিহ্ন হবার ভয়। পৃথিবীটা তোমার একার নয়!

277794113_516043496797341_4535135833889321782_n

সাজু খাদেম
জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম কপালে টিপ পরা একটি দারুণ ছবি  প্রকাশ করে এ প্রতিবাদের অংশ হলেন। ক্যাপশন জুড়ে দেন, ‘লাল টিপ… লাল সূর্য…।’

277764337_3166936990244257_4515160068106266466_n

সায়মন সাদিক
টিপ পরায় শিক্ষিকাকে হেনস্তার ঘটনার প্রতিবাদ করেছেন চিত্রনায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সায়মন সাদিক।

Manoj

মনোজ প্রামাণিক
সামাজিক যোগাযোগ মাধ্যমে টিপ পড়া একটি ছবি শেয়ার দিয়ে প্রতিবাদ জানিয়েছেন মনোজ।

Pran

প্রাণ রায়
লতা এদেশ তোমার আমার’ সকলের। তুমি ভেবনা আমরা তোমার পাশে আছি।

laila

নায়লা নাঈম
বাংলাদেশের কোন সংবিধানে বা আইনে লেখা নেই যে, একজন নারী টিপ পড়তে পারবে না। সে যেই ধর্মাবলীরই হোক না কেন, সে সধবা-বিধবা যেটাই হোক না কেন, সে টিপ পড়বে কি পড়বে না সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়।

সম্প্রতি যে ঘটনাটা ঘটল একজন প্রভাষকের সাথে, একজন বাঙালি নারী হিসেবে আমি সেটার তীব্র নিন্দা জানাচ্ছি। ব্যাপারটা সত্যিই দুঃখজনক এবং লজ্জাজনক আমাদের সবার জন্য।

About todaynews24

Check Also

ভাইরাল গায়িকা’ তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণ আস্তে আস্তে কথা বলেন। এটা তার কণ্ঠের ধরণ হয়তো। অন্যদিকে তাহসান খান একটু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *