Tuesday , 22 April 2025 [bangla_day] , [english_date], [bangla_date]
Home / বানিজ্য / আবুধাবিতে চালক বিহীন ট্যাক্সির সূচনা করছে উবার

আবুধাবিতে চালক বিহীন ট্যাক্সির সূচনা করছে উবার

উবার চীনা চালকবিহীন ট্যাক্সি কোম্পানি উইরাইড আবুধাবিতে রাইড-হেইলিং অংশীদারত্বের সূচনা করেছে। গত সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) রোবোট্যাক্সি পরিষেবায় একসঙ্গে কাজ করবে বলে ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠান দুটি। দাবি করা হচ্ছে, আবুধাবির উদ্যোগ যুক্তরাষ্ট্র চীনের বাইরে সবচেয়ে বড় চালকবিহীন বাণিজ্যিক ট্যাক্সি পরিষেবা। প্রাথমিক ভাবে স্বয়ংক্রিয় ক্ষমতা থাকা সত্ত্বেও উইরাইডের সব যানবাহনে একজন মানব অপারেটর থাকবেন। তাদের ভূমিকা হবে গাড়িগুলো নিরাপদে চলছে কিনা তা নিশ্চিত করা এবং কোনো সমস্যা হলে ত্বরিত হস্তক্ষেপ করা।

তবে ২০২৫ সাল নাগাদ কোম্পানি দুটি সম্পূর্ণ চালকবিহীন পরিষেবার পরিকল্পনা করছে। প্রাথমিক পর্যায়ে সীমিত থাকবে অপারেশনাল এলাকাও। শুরুতে সাদিয়াত দ্বীপ, ইয়াস দ্বীপ ও জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরের রুট এর অন্তর্ভুক্ত থাকবে। রুট সম্প্রসারণের পরিকল্পনা দীর্ঘমেয়াদে বাস্তবায়ন হবে বলেও জানানো হয়।

তাওয়াসুল ট্রান্সপোর্ট স্থানীয়ভাবে এ ট্যাক্সি বহর পরিচালনা করবে এবং আবুধাবির ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট সেন্টার ড্রাইভারদের নতুন প্রযুক্তির সঙ্গে অভ্যস্ত হতে সাহায্য করবে। এদিকে সর্বশেষ ১২ মাসে যুক্তরাষ্ট্রে চালকবিহীন ট্যাক্সি কিছু নেতিবাচক শিরোনামের শিকার হয়েছে। বিষয়টি মাথায় রেখে উইরাইড নিশ্চিত করেছে উবার যাত্রীদের চালকবিহীন যানে ভ্রমণের বিষয়ে কোনো উদ্বেগের কারণ নেই।

কোম্পানির আন্তর্জাতিক ব্যবসা বিভাগের প্রধান জেনিফার লি বলেন, ‘উইরাইড যাত্রী ও পথচারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং কঠোরভাবে যাচাই করা চালকবিহীন প্রযুক্তি ব্যবহার করে। প্রথম পাবলিক তালিকাভুক্ত রোবোট্যাক্সি কোম্পানি হিসেবে উইরাইড ১ হাজার ৮০০ দিনেরও বেশি সময় অপারেশনাল অভিজ্ঞতার মাধ্যমে জনগণের নিরাপত্তার প্রতি তার প্রতিশ্রুতি নিশ্চিত করেছে।

’ উবার সম্প্রতি বিভিন্ন এভি কোম্পানির সঙ্গে সহযোগিতা বাড়িয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রে ওয়েমো, ক্রুজ ও এভিরাইডের রোবোট্যাক্সি অন্তর্ভুক্ত। এছাড়া চীনের বিওয়াইডি ও যুক্তরাজ্যের ওয়েভের সঙ্গেও কাজ চলছে। খবর এলওটি ওয়ার্ল্ড টুডে।

About Editor Todaynews24

Check Also

ভারত থেকে পণ্য আমদানি কমেছে প্রায় সাড়ে ৯ শতাংশ।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পাকিস্তান থেকে দেশে পণ্য আমদানি বেড়েছে ২৭ শতাংশের বেশি। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *