Saturday , 2 December 2023 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / জাতীয় / আওয়ামীলীগ নেতা কৃষিবিদ বদিউজ্জামান বাদশা আর নেই

আওয়ামীলীগ নেতা কৃষিবিদ বদিউজ্জামান বাদশা আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য কৃষিবিদ বদিউজ্জামান বাদশা (৬৩) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিবাগত রাত ৩টায় ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর বাংলাদেশ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন কৃষিবিদসহ বিশিষ্টজনরা। কৃষিবিদদের সর্বোচ্চ প্ল্যাটফর্ম কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) গভীর শোক প্রকাশ করেছে।

কেআইবি মহাসচিব কৃষিবিদ খাইরুল আলম প্রিন্স স্বাক্ষরিত এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। তার প্রথম নামাজে জানাজা কেআইবি প্রাঙ্গণে সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, কৃষিবিদ বদিউজ্জামান বাদশা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতিসহ বাংলাদেশ কৃষকলীগের সাবেক সহ-সভাপতি, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সর্বশেষ বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য ছিলেন।

About todaynews24

Check Also

প্রেমিকার টানে তামিলনাড়ুর প্রেমকান্ত বরিশালে

প্রেমের টানে ভারতের তামিলনাড়ু থেকে বরিশালে আসেন নৃত্যশিল্পী প্রেমকান্ত। প্রেমিকার সঙ্গে দেখাও হয়েছিল। দেখা হওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *