Thursday , 5 December 2024 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / জাতীয় / রাজনীতি / শেখ হাসিনার পতন হজম করতে না পেরে ভারত অপপ্রচারে: রিজভী

শেখ হাসিনার পতন হজম করতে না পেরে ভারত অপপ্রচারে: রিজভী

শেখ হাসিনার পতন হজম করতে না পেরে ভারত অপপ্রচারে মেতেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন,

অপপ্রচারে মেতেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি ও তার সহযোগীরা। ভারতের এ আচরণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি বলে অভিযোগ করেছেন।

বিএনপি নেতা রিজভী বলেন, ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মুখে গণতন্ত্রের ঘাতক শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশে স্বস্তি-শান্তির অভাবনীয় স্বর্ণদ্বার উন্মোচিত হয়েছে। দেশের চারদিকে গণতন্ত্র উত্তরণের সম্ভাবনায় জন–উচ্ছ্বাস দেখা দিয়েছে। মানুষের কাঁধ থেকে দেড় দশকের জগদ্দল পাথর অপসারণ হয়েছে।

জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই যখন একটু স্বস্তির নিশ্বাস ফেলছেন, তখন বাংলাদেশের দেড় দশকের সন্ত্রাসী মাফিয়া লীগের রক্তাক্ত তাণ্ডবে চুপ থাকা ভারত সরকারের সর্বস্ব হারানোর বেদনাবিদ্ধ অস্থিরতা আর অস্বস্তি বিস্ময়কর রকমের প্রকট হয়ে উঠেছে।

অতিমাত্রায় দাদাগিরির কারণে ভারতের সঙ্গে তার প্রত্যেক প্রতিবেশীর সম্পর্ক তলানিতে। শুধু হাসিনার ঘাড়ে সওয়ার হয়ে একচ্ছত্র কর্তৃত্ব স্থাপন করেছিল বাংলাদেশের ওপর। ভারত বাংলাদেশকে ‘আশ্রিত রাজ্যের’ মতো বিবেচনা করত। সেই ‘রাজ্য’ হাত ফসকে গেছে।

বিগত ১৫ বছর হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশকে কার্যত দখল করে নেওয়ার চেষ্টা করেছিল।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশকে নিয়ে ভারতের বর্তমান বয়ান মিথ্যার ধোঁয়াজালে ঘেরা। এদের মধ্যে মানবিক নৈতিকতার ছিটেফোঁটাও নেই। এ কারণে তারা বাংলাদেশের মানুষের নিজস্ব ইতিহাস–ঐতিহ্য ও স্বাভাবিক বিকাশে বিশ্বাসী দেশের জনগণ ও জাতীয় নেতাদের প্রতি বিরূপ ধারণা পোষণ করে।

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘প্রতিদিন বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত সরকার ও উগ্রবাদী বিজেপির নেতারা বক্তব্য-বিবৃতি, হুংকার এবং বায়বীয় অভিযোগ করে চলেছেন। কলকাতায় আমাদের উপহাইকমিশনে উগ্রবাদী হিন্দুরা আক্রমণ চালিয়েছে।

সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে ভারতীয় গোয়েন্দারা আওয়ামী লীগ ও বিশেষ একটি ক্ষুদ্রগোষ্ঠীকে কীভাবে ব্যবহার করছে, সেই পরিকল্পনার ছক প্রকাশ্যে এসেছে।

তাদের যে কোনো ভিত্তি নেই, তার প্রমাণ মিলেছে সম্প্রতি ভয়েস অব আমেরিকার (ভিওএ) করা একটি জরিপে। জরিপে অংশ নেওয়া ৬৪ দশমিক ১ শতাংশ মনে করেন, আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে।’

এছাড়া ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কেউ কেউ তাঁদের বক্তব্য-বিবৃতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বিএনপিকে প্রতিবন্ধক বলে প্রচার করছেন, যা সঠিক নয়।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, না–করার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের। বিএনপির ওপর দায় চাপানো দুঃখজনক। পতিত আওয়ামী লীগ সরকার যখন জামায়াত নিষিদ্ধ করেছিল, তখন আমরা প্রতিবাদ করেছি।’

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

About Editor Todaynews24

Check Also

৪ ডিসেম্বর, জাতীয় ঐক্যের ডাক দিলেন ড. ইউনূস

জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *