কক্সবাজার থেকে ছয় শ’র বেশি পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে জাহাজ বার আউলিয়া। আজ রবিবার সকাল ১০টার দিকে জাহাজটি কক্সবাজার থেকে ছেড়ে যায়। বেলা ৩টার দিকে জাহাজটির সেন্টমার্টিনে পৌঁছানোর কথা রয়েছে।
সম্প্রতি নাফ নদীতে ডুবোচর জেগে ওঠার কারণে নাব্যতার সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না।
জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন জানিয়েছেন, সেন্টমার্টিন দ্বীপে পর্যটক যাতায়াত এবং জাহাজ চলাচলের বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে কক্সবাজার শহরে জাহাজ চলাচলের ঘাট নির্ধারণ করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে জেলা শহরের বিআইডব্লিউটিএ ঘাট থেকে প্রতিদিন এ জাহাজ ছাড়ে যাবে।
মো. সালাহউদ্দিন বলেন, ‘যারা জাহাজের টিকিট বুকিং করবে তাদেরকেই ট্রাভেল পাস দেওয়া হচ্ছে।’
গতবছরের জানুয়ারিতে মিয়ানমারের রাখাইনে সংঘাতের কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে পর্যটন জাহাজ চলাচল বন্ধ করা হয়।