Thursday , 5 December 2024 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / বিনোদন / নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরি প্রাক্তন প্রেমিক ও তার বন্ধুকে হত্যার অভিযোগে গ্রেপ্তার

নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরি প্রাক্তন প্রেমিক ও তার বন্ধুকে হত্যার অভিযোগে গ্রেপ্তার

রকস্টার’ খ্যাত অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরিকে নিউ ইয়র্কের কুইন্সে তার প্রাক্তন প্রেমিক ও তার বন্ধুকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

৪৩ বছর বয়সী আলিয়ার বিরুদ্ধে অভিযোগ, প্রাক্তন প্রেমিক এডওয়ার্ড জেকবস দোতলা বাড়িতে আগুন ধরিয়ে দেন আলিয়া। এ ঘটনায় এডওয়ার্ড জেকবস (৩৫) ও তার বান্ধবী অ্যানাস্তেসিয়া এতিয়েন (৩৩) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, আলিয়া ফাখরি গত ২ নভেম্বর ভোরে জেকবসের বাড়ির সামনে এসে ‘তোমরা সবাই আজ মারা যাবে’ বলে চিৎকার করেন নার্গিসের বোন আলিয়া।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস-এর এক অফিসিয়াল প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘একজন প্রত্যক্ষদর্শী তার কণ্ঠ শুনে বেরিয়ে এসে দেখেন ভবনটিতে আগুন লেগেছে।
ঘটনার সময় জেকবস ঘুমিয়ে ছিলেন।
জেকবসের বান্ধবী এতিয়েন নিচে নেমে বের হয়ে আসেন। কিন্তু জেকবকে বাঁচাতে তিনি ফের বাড়ির ভেতরে ঢুকেন। এরপর তারা কেউই জ্বলন্ত ভবন থেকে বের হতে পারেননি।
জেকবস ও তার বান্ধবী এতিয়েন ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে ও সেই সঙ্গে অতিরিক্ত তাপের কারণে মারা যান।

প্রেস বিবৃতিতে নিউ ইয়র্কের কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ বলেন, ‘এই আসামি বিদ্বেষপূর্ণভাবে আগুন লাগিয়ে দুজনের জীবন শেষ করেছে। যেখানে এডওয়ার্ড জেকবস ও তার বান্ধবী অ্যানাস্তেসিয়া এতিয়েন আগুনের মধ্যে আটকে যায়।

যার কারণে ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে ও তাপের কারণে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।’

এ ঘটনায় আলিয়া ফাখরির বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি ও সেকেন্ড ডিগ্রিতে খুনের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে আগুন লাগানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

দোষী সাব্যস্ত হলে তাকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানানো হয়েছে। আদালত তার রিমান্ড মঞ্জুর করেছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক নিউ ইয়র্ক টাইমস এর একাধিক প্রতিবেদনে বলা হয়, বছরখনেক পূর্বে আলিয়ার সঙ্গে তার প্রেমিক জেকবসের বিচ্ছেদ হয়। এ বিচ্ছেদ তিনি মন থেকে মেনে নিতে পারেননি।

বারবার জেকবসের বাড়ির সামনে গিয়ে অশান্তি করতেন তিনি। এমনকি, এর আগেও পুড়িয়ে মারার হুমকি দিয়েছিল আলিয়া ফাখরি।

অভিনেত্রী নার্গিস ফাখরি এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে তার মা সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার মেয়ে কাউকে হত্যা করতে পারে না। ও সকলের খেয়াল রাখত, সকলের সাহায্যে এগিয়ে যেত।’

তিনি জানান, দাতের কিছু চিকিৎসার নেওয়ার পর আলিয়া সম্প্রতিই একটি বিশেষ ড্রাগসের আসক্ত হয়ে পড়ে। যার পার্শ্বপ্রতিক্রিয়াতে সে এরকম কিছু ঘটিয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

উল্লেখ্য, নার্গিস ও আলিয়ার জন্ম নিউ ইয়র্কের কুইন্সে। নার্গিসের বাবা মুহাম্মদ ফাখরি পাকিস্তানের নাগরিক। মা মেরি ফাখরি চেক রিপাবলিকের নাগরিক। নার্গিস ও আলিয়ার মা মেরি একজন পুলিশ অফিসার ছিলেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইর্য়কের রিকার্স আইল্যান্ডের কারাগারে রাখা হয়েছে আলিয়াকে।

About Editor Todaynews24

Check Also

পিনিক’ সিনেমাতে দেখা মিলবে অন্য এক বুবলী

চলতি বছরে একাধিক সিনেমা মুক্তি পেয়েছে চিত্রনায়িকা শবনম বুবলীর। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ৭টি সিনেমা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *