মিরপুরের শের-ই- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাদা পোশাকের ক্রিকেট সমাপ্তি ঘটেছে ইমরুল কায়েসর। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খুলনা বিভাগের হয়ে শেষ ম্যাচটি খেলছেন তিনি।
এটি চার দিনের ম্যাচ হলেও বিদায়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আজ ভক্তদের সঙ্গে সময় কাটাতে চান তিনি। সেজন্য গতকাল ভক্তদের আহ্বান করে সামাজিকমাধ্যমে লিখেছেন, ‘মিরপুর স্টেডিয়ামে, খেলাশেষে কিছু মুহূর্ত কাটাতে চাই আপনাদের সাথে, যাদের ভালোবাসায় ভর করে এগিয়ে গেছে আমার পুরো যাত্রা।’
ইমরুল কায়েস বলেছেন, আমি শুধু টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি। আমি ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট আরো কয়েক বছর চালিয়ে যেতে চাই। বিশেষ করে ডিপিএল ও বিপিএল খেলতে চাই। আমি আশা করি, বিসিবি আমার ইচ্ছাটাকে সম্মান দিবে এবং সম্মত হবে।’ এরপরেও ক্রিকেটের সঙ্গে থাকার ইঙ্গিত দিয়ে লিখেছেন, ‘যদি কখনো আবার সুযোগ পাই, আমি দেশের ক্রিকেটের উন্নতির জন্য ভিন্ন পেশা নিয়ে কাজ করতে চাই।’