অনেকটা সময় পর নতুন সিনেমার ঘোষণা এসেছে শবনম বুবলীর। সিনেমার নাম ‘পিনিক’। এতে তার নায়ক আদর আজাদ। ছবিটি পরিচালনা করছেন জাহিদ জুয়েল। এর আগেও আদর আজাদের বিপরীতে একাধিক সিনেমায় অভিনয় করেছেন বুবলী। এদিকে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে এই ছবির ফার্স্টলুক প্রকাশ হয়েছে।
সেখানে অবশ্য বুবলীর উপস্থিতি নেই। এদিকে অ্যাকশন ঘরানার এই ছবিতে বুবলীকে পাওয়া যাবে ভিন্নরূপে। তিনি বলেন, ‘পিনিক’ এর গল্প অসাধারণ। আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং। অভিনয়ের অনেক
জায়গা আছে। আমার বিশ্বাস খুব ভালো একটি কাজ হতে চলেছে।এর আগেও আদর ও আমার জুটি মানুষ গ্রহণ করেছে।এবার বেশ আলাদা রূপে আসছি আমরা।আশা করছি ভালো লাগবে দর্শকদের।
এদিকে এরইমধ্যে বুবলী কাজ শেষ করেছেন ‘জংলি’ সিনেমার। এ ছবিতে সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে তাকে। দ্রুতই ছবিটি মুক্তির কথা রয়েছে।
Today News 24