Wednesday , 4 December 2024 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / জাতীয় / রাজনীতি / ভিপি নূর: সংস্কারের আগে কোনো নির্বাচন নয়

ভিপি নূর: সংস্কারের আগে কোনো নির্বাচন নয়

গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সংস্কারের আগে কোনো নির্বাচন নয়।

দেশের পুরো প্রক্রিয়া শেষে কমপক্ষে ২ বছরের আগে আমরা কোনো নির্বাচন চাই না। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এখনো কিভাবে মিছিল মিটিং করে এমন প্রশ্ন রেখে এদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার ঘোষণা দেন।

রোববার বিকাল ৪টার দিকে শহরের  নতুনবাজার এলাকা গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জনআকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভিপি নুর বলেন, বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার। ডান, বাম, বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দল এ সরকারকে সমর্থন দিয়েছে।

অনেক জায়গায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজ মাফিয়াদের দমন করছে। তাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে। নিজেদের অবস্থান ধরে রাখতে তারা দ্রুত নির্বাচন চায় যাতে তড়িঘড়ি করে ক্ষমতায় বসে আবারো ফ্যাসিবাদ কায়েম করতে পারে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হচ্ছে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নয়ন হয়নি। তাই জনগণের মাঝে ক্ষোভ বাড়ছে।

ফ্যাসিবাদ যাতে আবার আসতে না পারে, এ ব্যাপারে বিএনপি, জামায়াতসহ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদের বিষয়ে নজর দেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান।

এ সময় নতুন বাজারের ব্যবসায়ী খোকন দের নেতৃত্বে ১০০ হিন্দু পরিবার ভিপি নুরুল হক নুরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গণঅধিকার পরিষদে যোগদান করেন। ভিপি নুর সদ্য যোগদানকারী  হিন্দু পরিবারের সদস্যদের স্বাগত ও শুভেচ্ছা জানান।

এ সময় ভিপি নুর সদ্য যোগদানকারীদের উদ্দেশ করে বলেন, আপনারা আগের চেয়ে এখন নিরাপদে আছেন এবং নিরাপদে থাকবেন।

About Editor Todaynews24

Check Also

৪ ডিসেম্বর, জাতীয় ঐক্যের ডাক দিলেন ড. ইউনূস

জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *