পরিচালক অর্ণব কুমার মিদ্যার ‘হাঁটি হাঁটি পা পা’ সিনেমায় অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। বর্তমানে সেই সিনেমার শুটিংয়ে ব্যস্ত তিনি। বাবা-মেয়ের সম্পর্কের সমীকরণ নিয়েই এই সিনেমার গল্প।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সিনেমা নিয়ে অভিনেত্রী বলেন, আসলে ছবিটা করতে রাজি হওয়ার কারণই ছিল, আমার আরও একবার ওই ভূমিকায় বাঁচতে চাওয়া। কিন্তু কাজ করতে এসে বুঝলাম, আমি যদি নিজেকে কন্ট্রোল না করি তবে কাজ করতে অসুবিধা হবে। বাবা চলে যাওয়ার পর থেকে মাকে নিয়ে ভীষণ ইনসিকিউর ফিল করি। বেশ কিছু দৃশ্যের শুটিং করতে গিয়ে মা-কে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছি। এখনো রাতে মায়ের সঙ্গে
শুই, মাঝে-মাঝে উঠে নাকের সামনে হাত দিয়ে দেখি নিঃশ্বাসটা পড়ছে তো!
তিনি বলেন, আমি একেবারেই পজেসিভ নই। প্রোটেকটিভ। দেব-রুক্মিণীর সম্পর্কের বর্তমান সমীকরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে রুক্মিণী বলেন, দেবের জন্মদিনে পরের দিন পোস্ট করেছি বলে অনেক খবরই ছড়িয়েছে। যারা এই খবরগুলো করছেন, তারা যথেষ্ট রিসার্চ করেছেন তো? কারণ প্রত্যেকবার আমি ওর জন্মদিনের পরের দিন পোস্ট করি। যেকোনো বিশেষ দিনই আমি আমার কাছের মানুষদের সঙ্গে কাটাতে চাই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সময় ব্যয় করতে চাই না। আর পোস্ট করে আমি কিছু প্রমাণ করতেই চাই না।
Today News 24