Saturday , 18 October 2025 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / জাতীয় / সারা দেশ / তুরাগ নদের ব্রিজ ভেঙে ট্রাক পানিতে

তুরাগ নদের ব্রিজ ভেঙে ট্রাক পানিতে

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে গেছেঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নিআজ শনিবার ভোরে মালবোঝাই একটি ট্রাক বেইলি ব্রিজ অতিক্রম করার সময় দুর্ঘটনা ঘটেসময় নদীর উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে

এদিকে এ ঘটনায় ওই সড়ক দিয়ে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে বিকল্প সড়ক তথা টঙ্গীর কামারপাড়া হয়ে মন্নু গেইটের রাস্তা ব্যবহার করার পরামর্শ দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ইব্রাহিম খান বলেন, শনিবার সকালে তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি সড়ক ও জনপথকে জানানো হয়েছে। তারা এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। তবে ব্রিজের উপরে ফ্লাইওভার চালু আছে এবং পাশে আরো একটি বেইলি ব্রিজ থাকায় তেমন ভোগান্তি নেই যাত্রীদের।

এদিকে বিকল্প পথে চলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ট্রাফিক আপডেট জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওই ট্রাফিক আপডেটে বলা হয়েছে, ‘সম্মানিত যাত্রীবৃন্দ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীস্থ বেইলি ব্রিজটি আজ ভোরে ভেঙে গিয়েছে। এ পথে চলাচলকারী সব যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেইট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।’

 

About Editor Todaynews24

Check Also

নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতির শপথ দুপুরে

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনা করতে প্রাথমিকভাবে ২ বছরের জন্য ২৫ জনকে অতিরিক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *