Thursday , 15 January 2026 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / মৃত / ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের হাজী বাজার বটগাছতলা এলাকায় ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- পেকুয়ার টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার মৃত সৈয়দুল আলমের ছেলে মনিরুল মন্নান (২২), চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্য মার্দাশা এলাকার মুন্সি মিয়ার ছেলে মো. ফিরোজ (৪৯), পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের নতুন ঘোনা এলাকার বজল আহমদের ছেলে মো. আব্দুর রহমান (৩৫), কুমিল্লা লাকসাম উপজেলার ফকির বাড়ী এলাকার শহীদ মিয়ার স্ত্রী শাহীন আক্তার (২৯) ও তার ছয় মাস বয়সী এক শিশু সন্তান।

আহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) দুর্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, সকালে পেকুয়া টৈটং ইউনিয়নের হাজী বাজার বটগাছতলা এলাকায় পেকুয়া উপজেলা সদর থেকে চট্টগ্রামমুখী অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার গাড়ি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে চারজনের মৃত্যু এবং দুজন আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

পরে আহত শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। সেখানে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে বলে জানান দুর্জয় বিশ্বাস। তিনি আরও বলেন, মরদেহগুলো পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

 

About Editor Todaynews24

Check Also

নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতির শপথ দুপুরে

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনা করতে প্রাথমিকভাবে ২ বছরের জন্য ২৫ জনকে অতিরিক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *