টিপ পরা নিয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় এক শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় উত্তল পুরো দেশ। ৩ এপ্রিল থেকেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। এমনকি ঘটনাটি সংসদ পর্যন্ত গড়িয়েছে। হচ্ছে মিছিল-মানববন্ধ। এতে তাৎক্ষণিক জবাব এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাধারণ মানুষের পাশাপাশি অভিনয়শিল্পীরা প্রতিবাদে হয়েছেন সামিল। পুরুষ-নারী নির্বিশেষে টিপ পরা ছবি দিয়েছেন ফেসবুকে।
রাফিয়াত রশিদ মিথিলা
আমার টিপ নিয়ে কোন কথা নয়। আমার স্বাধীনতা নিয়ে কোন কথা নয়। যদি থাকে আমার আগুনে নিশ্চিহ্ন হবার ভয়। পৃথিবীটা তোমার একার নয়!
সাজু খাদেম
জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম কপালে টিপ পরা একটি দারুণ ছবি প্রকাশ করে এ প্রতিবাদের অংশ হলেন। ক্যাপশন জুড়ে দেন, ‘লাল টিপ… লাল সূর্য…।’
সায়মন সাদিক
টিপ পরায় শিক্ষিকাকে হেনস্তার ঘটনার প্রতিবাদ করেছেন চিত্রনায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সায়মন সাদিক।
মনোজ প্রামাণিক
সামাজিক যোগাযোগ মাধ্যমে টিপ পড়া একটি ছবি শেয়ার দিয়ে প্রতিবাদ জানিয়েছেন মনোজ।
প্রাণ রায়
লতা এদেশ তোমার আমার’ সকলের। তুমি ভেবনা আমরা তোমার পাশে আছি।
নায়লা নাঈম
বাংলাদেশের কোন সংবিধানে বা আইনে লেখা নেই যে, একজন নারী টিপ পড়তে পারবে না। সে যেই ধর্মাবলীরই হোক না কেন, সে সধবা-বিধবা যেটাই হোক না কেন, সে টিপ পড়বে কি পড়বে না সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়।
সম্প্রতি যে ঘটনাটা ঘটল একজন প্রভাষকের সাথে, একজন বাঙালি নারী হিসেবে আমি সেটার তীব্র নিন্দা জানাচ্ছি। ব্যাপারটা সত্যিই দুঃখজনক এবং লজ্জাজনক আমাদের সবার জন্য।