Wednesday , 4 December 2024 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / আন্তর্জাতিক / আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (কেআইএফএফ) নেই বাংলাদেশের ছবি

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (কেআইএফএফ) নেই বাংলাদেশের ছবি

৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (কেআইএফএফ) এবার নেই বাংলাদেশের কোনো ছবি। প্রতি বছর এ উৎসবে বাংলাদেশ অংশ নিলেও এবারের তালিকায় নেই।

এবার উৎসবে ১৮০টি সিনেমা দেখানো হবে। রাজনৈতিক অবস্থা ও ভিসা জটিলতার কারণেই এবার বাংলাদেশকে উপেক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন উৎসবের চেয়ারম্যান গৌতম ঘোষ।

সম্প্রতি তিনি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, আগের বছরগুলোর চেয়ে এবার পরিস্থিতি আলাদা। ভিসা জটিলতা তো আছেই। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রতিবেশী দেশ বাংলাদেশের কোনো সিনেমা এবার উৎসবের তালিকায় নেই।

এদিকে ২০২২ সালে যৌথভাবে উৎসবের সেরা সিনেমা নির্বাচিত হয়েছিল মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। এর আগে ২৬তম কেআইএফএফ-এ এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক) পুরস্কার পেয়েছিল রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনা জলের কাব্য’।

সর্বশেষ গত বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিনটি সিনেমা দেখানো হয়েছিল। শুধু সিনেমা নয়, উৎসবের এবারের আসরে বিভিন্ন সেশন ও কর্মশালায় প্যানেললিস্টের তালিকায়ও বাংলাদেশের কোনো অতিথির নাম নেই।

এ বছর কলকাতা চলচ্চিত্র উৎসব পা দিতে যাচ্ছে ৩০ বছরে। এ কারণে অন্যবারের তুলনায় আরও জাঁকজমক হবে। সিনেমার প্রদর্শনেও তাই নতুনত্ব রাখা হচ্ছে।

About Editor Todaynews24

Check Also

মুক্তির আগেই ১০ লাখ টিকিট বিক্রি

৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বছরের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্র ‘পুষ্পা ২।’ আর মাত্র এক দিন পরই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *