Tuesday , 3 December 2024 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / আন্তর্জাতিক / উত্তরপ্রদেশের হাসপাতালে আগুন, ১০ শিশুর মৃত্যু

উত্তরপ্রদেশের হাসপাতালে আগুন, ১০ শিশুর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসি মহারানি লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজ ও হাসপাতালে আগুন লেগে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) রাতে ঘটা এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

স্থানীয় গণমাধ্যমটি জানিয়েছে, অগ্নিকাণ্ড থেকে উদ্ধার করা হয়েছে কমপক্ষে ৩৭ শিশুকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, শর্টসার্কিট থেকে হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগেছে।

উত্তরপ্রদেশের ঝাঁসির ওই হাসপাতালে রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে তারা পৌঁছানোর আগেই নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটের (এনআইসিইউ) জানালা ভেঙে চিকিৎসক ও হাসপাতাল কর্মীরা রোগীদের অনেককে বাইরে বের করতে সক্ষম হন। অনেক শিশুকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ঝাঁসি মেডিকেল কলেজের এনআইসিইউতে আগুন লেগে শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। মৃতদের আত্মার শান্তি কামনা করি। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।

About Editor Todaynews24

Check Also

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (কেআইএফএফ) নেই বাংলাদেশের ছবি

৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (কেআইএফএফ) এবার নেই বাংলাদেশের কোনো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *