Tuesday , 3 December 2024 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / জাতীয় / হরিপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত

হরিপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত

কবিরুল ইসলাম কবির.ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’- এ স্লোগান সামনে রেখে হরিপুরে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০২১। কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে হরিপুর থানার উদ্যোগে এবং ওসি তদন্ত আমিরুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হরিপুর থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পুলিশিং কমিটির সভাপতি আফজাল হোসেন, হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প ও উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএমএ করিম প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের জনগণের সঙ্গে থানা-পুলিশের দূরত্ব কমলেই কমিউনিটি পুলিশিং সফল হবে। কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আরো জোরদার করা গেলে পুলিশের কাজে তাদের সহযোগিতা যেমন পাওয়া যাবে, তেমনি সমাজে অপরাধপ্রবণতাও কমে আসবে। অপসংস্কৃতি নিবৃত্ত করাই কমিউনিটি পুলিশিংয়ের কাজ। ছোট ছোট বিরোধ উৎসের সময়ই শেষ করে দিতে পারলে থানায় আর মামলা করতে হবে না। কমিউনিটি পুলিশ সক্রিয় হলে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকদ্রব্য, ইভ টিজিং ও বাল্যবিয়ে থাকবে না।

About todaynews24

Check Also

২০২৩ সালে সর্বোচ্চ দুর্নীতি পাসপোর্টে

বিগত সরকারের আমলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হলেও ২০২৩ সালে বিভিন্ন প্রতিষ্ঠানে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *