Wednesday , 4 December 2024 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / জাতীয় / প্রবাস জীবন / লেবানন থেকে ফিরছেন আরো ১০৫ বাংলাদেশি

লেবানন থেকে ফিরছেন আরো ১০৫ বাংলাদেশি

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে মঙ্গলবার রাতে ৪০ জন এবং বুধবার ৬৫ জন বাংলা‌দে‌শি নাগ‌রিক দেশে ফিরবেন। সোমবার রা‌তে এ তথ্য নিশ্চিত করেছে বৈরু‌তের বাংলা‌দেশ দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, ৪ ডিসেম্বর ৬৫ জনের একটি গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা করবে।

তারা ওইদিন সকা‌লে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকা‌লে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

বাংলাদেশ সময় রাত ১১টায় তাদের বহনকারী উ‌ড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছা‌নোর কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ৪০ বাংলাদেশির দেশে ফেরার তথ্য জানায় দূতাবাস।

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলাদে‌শিদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার রাত ১১টায় দেশে ফিরেছেন আটকেপড়া আরো ৮২ বাংলাদেশি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লেবানন থেকে যারা দেশে ফিরতে ইচ্ছুক, তাদের সবাইকেই সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে।

About Editor Todaynews24

Check Also

বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের রিক্তা আক্তার বানু

বিবিসির ২০২৪ সালের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় স্থান পেলেন বাংলাদেশি রিক্তা আক্তার বানু। বিশ্বের ১০০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *