বিপিএল যে এবার একটু অন্য রকম হবে, তা আগেই জানিয়েছিল বিসিবি। জুলাই–আগস্টের ছাত্র–জনতার আন্দোলনকে মূল ভাবনায় রেখে টুর্নামেন্টটিকে আরও বেশি জনসম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং সেই পরিকল্পনা এসেছিল খোদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে থেকে।
মাসকটটির দুই দিকে দুই ডানা প্রসারিত। মাঝখানে একটি পায়রার মুখ। একাদশ বিপিএলের মাসকট, বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্টে যেটিকে নতুনত্বই বলতে হবে। বিপিএলে মাসকট থাকছে এই প্রথম, থাকবে থিম সংও।
জুলাই–আগস্টের আন্দোলনে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে শুরু হয় অনুষ্ঠান।
প্রধান অতিথি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে এতে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশ দল ও নারী দলের কয়েকজন ক্রিকেটার।
অনুষ্ঠানে জানানো হয়েছে, ৩০ ডিসেম্বর শুরু বিপিএল দিয়ে যাত্রা করে তারুণ্যের উৎসবের শেষটা হবে ১৯ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব–২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনাল দিয়ে।
তারুণ্যের উৎসব ঘোষণার অনুষ্ঠানেও আজ দেখা গেছে বিভিন্ন খেলার অনেক পরিচিত মুখ। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন, ক্রিকেটার মুশফিকুর রহিম, তামিম ইকবাল, নারী দলের অধিনায়ক নিগার সুলতানা, ক্রিকেটার জাহানারা আলম, সালমা খাতুনরা ছাড়াও সেখানে ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের আরও অনেকে।
তাদের মধ্যে অন্যতম বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, ফুটবলার তপু বর্মন ও ফয়সাল আহমেদ, ভারোত্তোলক মাবিয়া আক্তার, বিদ্যুৎ কুমার সাহা, সাবেক অ্যাথলেট সুফিয়া খাতুন, সাবেক টেবিল টেনিস তারকা জোবেরা রহমান, সাবেক শুটার আসিফ হোসেন খান ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এ ছাড়া ছিলেন কয়েকটি স্কুল–কলেজের ছাত্রছাত্রীরা।
শুধু মাসকটই নয়, একাদশ বিপিএলের অনেক কিছুতেই স্মরণ করা হবে জুলাই–আগস্টের ছাত্র–জনতার আন্দোলনকে। নিজের বক্তব্যে সেসবের একটি তালিকায়ও দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শহীদ মুগ্ধর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গ্যালারিতে দর্শকদের জন্য থাকবে বিনা মূল্যে পানির ব্যবস্থা।
খেলা দেখতে এসে দর্শকেরা অনুদান দিতে পারবেন জুলাই ফাউন্ডেশনে। গ্যালারির একটি অংশে থাকবে ‘জিরো ওয়েস্ট জোন’। টুর্নামেন্টের তিন আয়োজক শহর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ২৩, ২৫ ও ২৭ ডিসেম্বর হবে কনসার্ট। থাকবে দর্শকদের সম্পৃক্ত করা আরও অনেক আয়োজন ও বিনোদন। দর্শকদের সুবিধার কথা চিন্তা করে থাকবে ই–টিকিটের ব্যবস্থাও।