ক্যারিয়ারে এক দশক পার করেছেন অভিনেত্রী তানজিন তিশা। শুরুটা নাচের মাধ্যমে হলেও ২০১১ সালে শুরু করেন মডেলিং। সৌন্দর্য আর গ্ল্যামারের জন্য দ্রুত পরিচিতি পেতে থাকেন। এবার বড় পর্দায় পা রাখার জন্য প্রস্তুত তিনি। তিনি জানান, শিগগিরই ভক্তদের সুখবর দিতে চলেছেন। চলচ্চিত্রে অভিনয়ে পরিকল্পনা করছেন।
অভিনেত্রী বলেন, আমার পরিকল্পনা রয়েছে সিনেমা নিয়ে। দর্শকদেরও আগ্রহ আছে, সেটা দেখেছি। এজন্যই বড় পর্দায় আমার কাজ করা উচিত। তাদের চাওয়াকে মূল্যায়ন দিয়েই সিনেমা নিয়ে এখন আমার সব ভাবনা। সিনেমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভালো গল্প। পাশাপাশি ভালো নির্মাতা ও প্রোডাকশন হাউজ। সেটার জন্যই অপেক্ষায় আছি।
তিনি আরও বলেন, আমার মনে হয় কমার্শিয়াল সিনেমায় আমাকে খুব ভালো মানাবে। এটা আমার দর্শকরাও বলছেন। একটা হলেও কমার্শিয়াল সিনেমা আমার করা উচিত। এজন্য সেরকম সিনেমা নিয়েই ভাবছি। হয়তো শুরুটা এটা দিয়েই হবে। পরবর্তীতে অন্য কিছু করবো।